করের আওতার বাইরে থাকা ব্যবসায়ীদের চিহ্নিত করতে এনবিআরকে নির্দেশ দেওয়া হয়েছে: অর্থ উপদেষ্টা
করের আওতার বাইরে রয়েছে এমন ব্যবসায়ীদের খুঁজে বের করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) জরিপ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। পাশাপাশি করের আওতা বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
কয়েকটি ক্ষেত্রে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের পর আয়করের আওতা বাড়ানো হচ্ছে বলে আলোচনা উঠেছে। এক্ষেত্রে সরকারের অবস্থানের বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, 'আয়কর আমরা রেশনালাইজ করব। যার সামর্থ্য আছে তাকে একই হারে কর দিতে হবে। একজনের সামর্থ্য আছে, কিন্তু অন্যভাবে ম্যানেজ করবে, সেটা যাতে না করা হয়। আমাদের করের সংগ্রহটা বাড়াতে হবে। আয়করের আওতা বাড়াবো, তবে খুব বেশি বাড়াতে পারব না।'
সালেহউদ্দিন আহমেদ বলেন, 'বহু ব্যবসায়ী আছেন, যাদের ভ্যাট রেজিস্ট্রেশন নেই, আয়কর দেন না। আমি এনবিআরকে বলেছি, তোমরা কুইক একটা সার্ভে (জরিপ) করে দেখ।'
আরেক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, 'আমরা যদি পদক্ষেপ না নিতাম, তবে রিজার্ভ ২২ বিলিয়ন ডলার হতো না। আমরা দায়িত্ব নেওয়ার আগে সাড়ে চার বিলিয়ন ডলার বকেয়া ছিল, সেটাও পরিশোধ হতো না।'
মূল্যস্ফীতি নিয়ে সন্তুষ্ট কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'মূল্যস্ফীতি এক শতাংশ কমেছে। ট্রেন্ডটা যদি আরেকটু বেটার হয়, আমরা আশা করি আরও কমে যাবে।'
ভারত থেকে কেনা হচ্ছে ৫০ হাজার টন চাল
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আজ ক্রয় সংক্রান্ত বৈঠকে খাদ্য মন্ত্রণালয়কে ৫০ হাজার টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ভারত থেকে প্রতি টন নন-বাসমতী সেদ্ধ চাল ৪৫৯ মার্কিন ডলারে আমদানি করা হবে। ভারতের রায়পুরের বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড এই চাল সরবরাহ করবে। এতে মোট ব্যয় হবে ২৭৫.৩০ কোটি টাকা।
স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন
একইসাথে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি ইউনিট (এএমবিটিইউ) এলএনজি ১৫.৬৯ মার্কিন ডলারে কেনা হবে। আগামী ৩০ ও ৩১ জানুয়ারি এই এলএনজি সরবরাহ করবে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় আধুনিক এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি। এজন্য মোট ব্যয় হবে ৭৫২.৫০ কোটি টাকা।
এছাড়া বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ও নৌ পরিবহণ মন্ত্রণালয়েরই আলাদা দুটি অবকাঠামো প্রকল্পের কেনাকাটার প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।