বকশিবাজারে আগুনে পুড়ে গেল বিডিআর বিদ্রোহের বিচারের জন্য স্থাপিত অস্থায়ী আদালত
বিডিআর বিদ্রোহের বিচারের জন্য ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে আজ (৯ জানুয়ারি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এদিকে, আজ বিডিআর হত্যাকাণ্ডের মামলায় জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ঢাকা বিভাগের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রোজিনা ইসলাম বিষয়টি নিশ্চিত করে টিবিএসকে বলেন, "আমরা সকাল ৪টা ২২ মিনিটে আগুনের খবর পাই। ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে যায়। কিন্তু সকাল ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।"
ফায়ার সার্ভিস কর্মকর্তাদের মতে, অস্থায়ী আদালতের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এর ফলে আদালতটি মামলার বিচারকার্যের জন্য অযোগ্য হয়ে পড়েছে।