তৈমুরের বাড়ি মিষ্টি নিয়ে গেলেন আইভী
এবার নিয়ে পর পর তিনবার সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র হলেন। গেল রোববারই শেষ হয় ভোটযুদ্ধ; আর সে রাতেই বোঝা গিয়েছিল ফলাফল। আইভী ধন্যবাদ জানিয়েছিলেন নারায়ণগঞ্জবাসীকে। তাঁর ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন প্রধানমন্ত্রীকেও। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার।
আজ সোমবার (১৭ জানুয়ারি) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আইভী গিয়েছিলেন নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে তৈমুরের বাড়ি। সঙ্গে নিয়েছিলেন মিষ্টি। টানা তৃতীয়বারের মতোন নির্বাচিত হয়ে আইভী এদেশে মেয়র নির্বাচিত হওয়ার আগের সব রেকর্ড ভেঙেছেন। নির্বাচন কমিশনের তথ্য জানান দিচ্ছে, আইভী পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৯৭ ভোট।
অন্যদিকে তৈমুর পেয়েছেন ৯২ হাজার ১৬৬ ভোট। উল্লেখ্য নাসিকে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজারের কিছু বেশি। তবে এবারের নির্বাচনে ভোট পড়েছে ৫০ শতাংশের মতো।
দেশের সপ্তম বৃহৎ সিটি কর্পোরেশন হলো নাসিক। ২০১১ সালে পুরোনো নারায়ণগঞ্জ এবং কদমরসুল পৌর এলাকা মিলিয়ে গঠিত হয় নাসিক। সেবার আইভী (তখন ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) পেয়েছিলেন ৬৫ শতাংশ ভোট , সংখ্যায় এক লাখ ৮০ হাজার ৪৮ ভোট। ২০১৬ সালের দ্বিতীয় নির্বাচনে আইভী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে মেয়র নির্বাচন করে পেয়েছিলেন এক লাখ ৭৪ হাজার ৬০২ ভোট।