করোনার বিস্তার রোধে রাজশাহীতে শনিবার থেকে রাত ৮টা থেকে বন্ধ থাকবে হোটেল-রেস্তোরাঁ, ব্যবসাপ্রতিষ্ঠান
করোনার ঊধ্বগতি রোধে রাজশাহীতে আগামীকাল রাত ৮টা থেকে দোকানপাট, হোটেল-রেস্তোরাঁ, ব্যবসা প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। বৃহস্পতিবার জেলা পর্যায়ের করোনা ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, 'রাজশাহীতে করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। এমতাবস্থায় করোনার সংক্রমণ রোধে আগামীকাল শনিবার রাত ৮টা থেকে সকাল পর্যন্ত প্রতিদিন রাজশাহী মহানগর ও জেলা পর্যায়ে সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, বিপণীবিতান, হোটেল-রেস্তোরাঁ ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। সরকারি বিধিনিষেধের পাশাপাশি জেলার পরিস্থিতি বিবেচনা করে রাজশাহীতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত কয়েকদিনের ব্যবধানে রাজশাহীতে খারাপের দিকে যাচ্ছে করোনা পরিস্থিতি। গত বৃহস্পতিবার রাত পর্যন্ত একদিনে রাজশাহীর দুইটি পিসিআর ল্যাবে মোট ৪৬১ জনের নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত হয়েছে ৩৪৫ জন। এ সময় রাজশাহীতে সংক্রমণের হার ৭৪.৮৪ শতাংশ।