২০২১ সালে ১০১ শিক্ষার্থীর আত্মহত্যা: জরিপ
মহামারি চলাকালীন সময়ে গত বছর সারাদেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১০১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে উঠে এসেছে এক জরিপে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি, ৬২ দশমিক ৩৯ শতাংশ। গত বছর ৬২ জন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যার রিপোর্ট পাওয়া গেছে।
ছাত্র-ভিত্তিক সামাজিক সংগঠন আঁচল ফাউন্ডেশন শনিবার (২৯ জানুয়ারি) একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে এবং তাদেরকে দক্ষ করে তুলতে কাজ করে সংগঠনটি।
অনুসন্ধান অনুসারে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে কম, ৩ দশমিক ৯৬ শতাংশ। প্রকৌশলে অধ্যয়নরত ৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করেন গত বছর।
এছাড়া, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত ২৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করে ২০২১ এ। বেসরকারিতে এই হার ২২ দশমিক ৭৭ শতাংশ।
অন্যদিকে দেশের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে আত্মহত্যার হার ১১ দশমিক ৮৮ শতাংশ। মেডিকেলের অন্তত ১২ জন শিক্ষার্থী আত্মহত্যা করে গত বছর।
২০২১ এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯জন শিক্ষার্থী আত্মহত্যা করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ৬, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) ৫, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৪ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেন।
গবেষণার ফলাফল অনুসারে, ২২ থেকে ২৫ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। এ বয়সী শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার ৫৯ দশমিক ৪১ শতাংশ।
অন্যদিকে ১৮-২১ বছর বয়সীদের মধ্যে এই হার ২৬ দশমিক ৭৩ শতাংশ, ২৬-২৯ বছর বয়সীদের মধ্যে এই হার ৯ দশমিক ৯ শতাংশ, এবং ২৯ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের মধ্যে ৩ দশমিক ৯৬ শতাংশ।
তবে, ছাত্রীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তুলনামূলক কম। ১০১ জনের মধ্যে ৬৫ জনই ছিলেন ছাত্র।
আত্মহত্যার কারণ বিশ্লেষণ করে দেখা গেছে, ২৪ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী আত্মহত্যা করেছে সম্পর্কজনিত জটিলতার কারণে। এছাড়া, পারিবারিক বিরোধের কারণে ১৯ দশমিক ৮০ শতাংশ, মানসিক চাপের কারণে ১৫ দশমিক ৮৪ শতাংশ, আর্থিক সংকটের কারণে ৪ দশমিক ৯৫ শতাংশ ও পড়াশোনার জটিলতাজনিত কারণে ১০ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
মাদকাসক্তির কারণেও ১ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে উঠে এসেছে রিপোর্টে।