১৫ দিন ধরে খাওয়া ছেড়ে দিয়ে মৃত্যুর পথে সঙ্গীহারা বাঘিনী শাওন
রংপুর চিড়িয়াখানায় ২১ জানুয়ারি থেকে না খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাঘিনী শাওন। মৃত্যুর পথে বাঘিনী। যে কোনো সময় বাঘটি মারা যাওয়ার আশঙ্কা করছেন চিড়িয়াখানাটি কিউরেটর।
রংপুর চিড়িয়াখানায় ৩৩ প্রজাতির পশু-পাখি আছে। এরমধ্যে একটি মাত্র বাঘিনী, নাম তার শাওন। বয়স ১৯ বছর। সঙ্গীহারা এই বাঘিনী এখন মৃত্যু পথযাত্রী। বাঘটি আবার ১৫দিন ধরে না খেয়ে অসুস্থ। চলাফেরা করছে কম। সারাদিন শুয়ে দিন যায় সঙ্গীহারা বাঘিনী শাওনের। যে কোন সময় মারা যাওয়ার আশঙ্কা করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
স্থানীয় দর্শনার্থী রমজান আলী তুহিন জানান বাঘটি মারা গেলে রংপুর চিড়িয়াখানা বাঘশূণ্য হয়ে পড়বে। বাঘের মত আরও অনেক প্রাণীও অসুস্থ হয়েছে এই চিড়িয়াখানায়।
রংপুর চিড়িয়াখানার বাঘ ও সিংহ পরিচর্যাকারী নজরুল ইসলাম জানালেন, অসুস্থ হয়েছে বাঘিনী শাওন।খাওয়া-দাওয়া বন্ধ করেছে ১৫দিন থেকে। কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে বাঘিনী শাওনের বিষয়। ঢাকা থেকে একটি টিম গিয়ে চিকিৎসা দিয়েছে।
রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানা ডেপুটি কিউরেটর ডা. আমবার আলী তালুকদার জানালেন ২০০৩ সালের ৩০জুন এই বাঘিনীর জন্ম। জন্মের পর থেকে তার নাম রাখা হয়েছিল শাওন। বয়স বেশি হওয়ার ফলে অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ থাকার কারণে খাওয়া বন্ধ করে দিয়েছে বাঘটি।
এ কারণে চিড়িয়াখানা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ঢাকা থেকে চিকিৎসকের একটি টিম পাঠিয়েছিলেন। সেই টিম দেখে গেছে বাঘটিকে। প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগেও দুই বা্র খাওয়া বন্ধ করে দিয়েছিল শাওন। যে কোনো সময় মারা যেতে পারে এমন আশঙ্কা করছেন তিনি।