২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রথম ডোজ টিকাদান: স্বাস্থ্য অধিদপ্তর
কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকা দেওয়ার সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে স্বাস্থ্য বিভাগ।
এর আগে সরকার আজকের মধ্যে প্রথম ডোজ টিকাদান শেষ করার লক্ষ্য হাতে নেয়।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, "শেষ দিনে টিকা কেন্দ্রগুলোতে প্রচন্ড ভীড়ের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে,"
"আজকের টিকাদান লাইনে দাঁড়ানো শেষ ব্যক্তি পর্যন্ত চলবে," বলেন তিনি।
একদিনে এক কোটি মানুষকে কোভিড-১৯ টিকা দেওয়ার লক্ষ্যে আজ শনিবার সকালে সারাদেশে দিনব্যাপী গণ টিকাদান কার্যক্রম শুরু হয়।
সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত অস্থায়ী টিকাদান কেন্দ্রের পাশাপাশি সারাদেশে মোট ৩০ হাজার টিকাদান বুথ স্থাপন করা হয়েছে। প্রায় এক লাখ ৪৫ হাজার স্বাস্থ্যকর্মী এসব বুথ ও কেন্দ্রে কাজ করছেন।