৩ দিনে দেওয়া হবে ২ কোটির বেশি ২য় ডোজ টিকা
'একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান' বা গণটিকা কর্মসূচির মাধ্যমে যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তাদের আগামী ২৮ থেকে ৩০ মার্চ তিন দিনব্যাপী দুই কোটি ২৫ লাখ দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের টিকা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন আগামী ২৮ মার্চ থেকে তিন দিন তাদের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে।
একদিনে এক কোটি বিশেষ টিকা ক্যাম্পেইনে যারা প্রথম ডোজ নিয়েছেন, তারা যে কোনো কেন্দ্রে এসেই দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন।
তিনি বলেন, গত ১৭ থেকে ২৬ ফেব্রুয়ারি নয় দিনে তিন কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। দেশের ৭৫ শতাংশ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২২ কোটি টিকা দেওয়া হয়েছে।