২০ রমজান পর্যন্ত খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
দেশের সব প্রাথমিক বিদ্যালয় আগামী ২০ রমজান পর্যন্ত খোলা থাকবে, যা আগামী ২ এপ্রিল থেকে হতে পারে। একথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
শিক্ষা খাতে মহামারিজনিত ক্ষতি পোষাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার (১৯ মার্চ) কুড়িগ্রামের রৌমারী উপজেলার খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জানান প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, মহামারিজনিত কারণে ৭৩৬ দিন বন্ধ থাকার পর গত ১৫ মার্চ থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্বশরীরে পাঠদান কার্যক্রম শুরু হয়।