একদিনে এক কোটি টিকা, দ্বিতীয় রাউন্ড শুরু ২৮ মার্চ
আগামী ২৮-৩০ মার্চ তারিখে সারাদেশে 'একদিনে এক কোটি' করোনা টিকা ক্যাম্পেইনের ২য় রাউন্ড অনুষ্ঠিত হবে।
এবারের ক্যাম্পেইনে প্রথম রাউন্ডে প্রথম ডোজ টিকা গ্রহণকারী সকলকে পূর্বের কেন্দ্র হতে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে। প্রথম রাউন্ডটি গত ২৬-২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
১৮ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর যাদের দ্বিতীয় ডোজ গ্রহণের পর ৪ মাস অতিবাহিত হয়েছে তারা এসএমএস না পেলেও কেন্দ্রে আসলে বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে সম্মুখসারীর যোদ্ধা, বয়োজ্যেষ্ঠ এবং নারীদের প্রাধান্য দিতে হবে।
প্রাপ্যতা অনুযায়ী অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করতে হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১২ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর যাদের প্রথম ডোজ গ্রহণের পর ২৮ দিন অতিবাহিত হয়েছে তাদেরকে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করতে হবে। শুধুমাত্র অ্যাস্ট্রাজেনেরা টিকাপ্রাপ্তদের ক্ষেত্রে প্রথম ডোজ গ্রহণের পর ২ মাস অতিবাহিত হলে দ্বিতীয় ডোজ প্রদান করতে হবে।