অভিনেতা সোহেল হত্যা: ২৪ বছর পর আটক আসামি
মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অভিযুক্ত আশীষ রায় চৌধুরী ওরফে বটল চৌধুরী দীর্ঘ ২৪ বছর ধরে পলাতক ছিলেন।
রাত ১১টার দিকে গুলশানের পিংক সিটির কাছে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তারের পর র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে ব্রিফ করেন।
মঈন বলেন, "চলতি বছরের ২৬ মার্চ নতুন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর আশীষ তার মিরপুর ডিওএইচএসের বাসা ছেড়ে গুলশানে একটি ফ্ল্যাট ভাড়া নেয়। ৩০ মার্চ থেকে সে এই বাড়িতে লুকিয়ে ছিল।"
"সন্ধ্যা থেকেই র্যাব এই স্থানটিকে ঘিরে রাখে। আমরা বাড়ি থেকে ২৩ বোতল মদ, বেশ কয়েকটি বিয়ারের ক্যান এবং শিশার সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়েছি।"
১৯৯৮ সালের ১৯ ডিসেম্বর, অভিনেতা সোহেল চৌধুরীকে বনানীর ১৭ নম্বর রোডের আবেদিন টাওয়ারে অবস্থিত ট্রাম্পস ক্লাবের বাইরে গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় সোহেলের ভাই তৌহিদুল ইসলাম চৌধুরীর অভিযোগে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
১৯৯৯ সালের ৩০ জুলাই গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল কাশেম বেপারী এ মামলায় ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
এরপর ২০০১ এর ৩০ অক্টোবর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। অভিযোগ গঠনের দুই বছর পর মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়।
একই বছর এক আসামি হাইকোর্টে আপিল করেন।
২০০৩ সাল থেকে ১৯ বছর ধরে মামলাটির বিচার স্থগিত ছিল।
অভিযুক্ত ৯ আসামির মধ্যে আশিসসহ দু'জন পলাতক ছিলেন।