মে মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
মে মাসের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।
দেশজুড়ে তাপপ্রবাহের মধ্যে গত শুক্রবার রাতে বৃষ্টির পর সারা দেশের তাপমাত্রা কমতে পারে বলে ধারণা করেছিল আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে আরও কয়েকদিন। সেইসাথে ঈদের আগে, পরে ও ঈদের দিন বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ মের পর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত, যা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সেই ঝড় আঘাত হানতে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে।
আবহবিদরা জানিয়েছেন, উত্তর ভারত মহাসাগর বা দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্টি হবে ওই ঘূর্ণাবর্ত। বর্তমানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ২৮ - ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে। ফলে ক্রমশ শক্তি বাড়বে ঘূর্ণাবর্তটি। নিম্নচাপ, সুস্পষ্ট নিন্মচাপ, গভীর নিম্নচাপ হয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। তবে তা নির্ভর করছে ঘূর্ণাবর্ত সৃষ্টির পর আবহমণ্ডলের উচ্চস্তরে বাতাসের গতি ও তার অভিমুখের ওপর।
ঘূর্ণিঝড়টির পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে আছড়ে পড়ার বড় সম্ভাবনা আছে বলেও জানানো হয়। তেমনটা হলে উপকূলবর্তী জেলাগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড় নিয়ে কিছু জানায়নি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।