পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে ষড়যন্ত্রের তথ্য পাওয়ায় বুধবার দেশের সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
"সীতাকুণ্ডসহ দেশের বিভিন্ন স্থানের সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো উদযাপন বানচালের ষড়যন্ত্রের অংশ হতে পারে", স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বলেন প্রধানমন্ত্রী।
"আমাদের দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে," বলেন তিনি।
তিনি আরও বলেন, "পদ্মা সেতু নির্মাণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন অধ্যাপক ড. ইউনূস।"
"নিজের ভাগ্য নয়, দেশ গড়তে এসেছি। কোনো মিথ্যা অভিযোগ সহ্য করা হবে না।"
আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে ৬.১৫ কিলোমিটার সেতুর দুই পাশে বিশাল আনন্দ সমাবেশ করবে আওয়ামী লীগ। এছাড়াও দিনব্যাপী থাকছে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন।