প্রমাণ করেছি আমরাও পারি: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু বিশ্ববাসীর কাছে প্রমাণ করেছে বাংলাদেশও নিজে এগিয়ে যেতে পারে।
পদ্মা সেতুর কাজ শেষ হয়েছে। বাংলাদেশের অর্থনীতি ভেঙ্গে পড়েনি। দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। বিশ্বের কাছে প্রমাণ করেছি, 'আমরাও পারি', শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে বলেন প্রধানমন্ত্রী।
"পদ্মা সেতু তাই শুধু বাঙালির আত্মমর্যাদা ও সামর্থ্য প্রমাণের সেতুই নয়, সমগ্র জাতির প্রতি অপমানের প্রতিশোধও বটে। বাংলাদেশের জনগণই আমার সাহসের উৎস। আমি তাদের স্যালুট জানাই", বলেন তিনি।
আজ সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁঠালবাড়িতে পৌঁছানোর পর মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
এর আগে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ১১টায় মাওয়া পয়েন্টে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু উদ্বোধন করেন।
দেশের অর্থনীতিতে সেতুটির অবদান হবে জিডিপিতে ১.২ শতাংশ ও আঞ্চলিক জিডিপিতে ২.৫ শতাংশ।
প্রধান অতিথির বক্তব্য শেষে মাওয়া প্রান্তে ১১টা ১২মিনিটে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে মোনাজাতে অংশ নেবেন।
এরপর টোল দিয়ে ১১টা ২৩মিনিটে সেতুর ওপর দিয়ে জাজিরা প্রান্তে যাবেন। সেখানে ফলক উন্মোচন করবেন। এরপর মোনাজাত করবেন।
জাজিরা প্রান্ত থেকে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে বেলা ১২টায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।
বিকেল সাড়ে ৫টায় হেলিকপ্টারে জাজিরা পয়েন্ট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতু দৃশ্যমান হয়। পরে একের পর এক ৪২টি পিলারের ওপর বসানো হয় ৪১টি স্প্যান। ২০২০ সালের ১০ ডিসেম্বর ৪১তম ও শেষ স্প্যানটি বসানোর মাধ্যমে ৬.১৫ কিলোমিটারের পদ্মা বহুমুখী সেতুর সম্পূর্ণ কাঠামো দৃশ্যমান হয়।
প্রকল্পের বিবরণ অনুযায়ী, মূল সেতু নির্মাণ কাজ করেছে চীনের ঠিকাদার কোম্পানি চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি), এবং নদী শোধনের কাজ করেছে চীনের সিনো হাইড্রো করপোরেশন।
শরীয়তপুরের জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয় ২০১৭ সালের ৭ অক্টোবর। ২০১৫ সালের ১২ ডিসেম্বর শরীয়তপুর জেলার জাজিরা পয়েন্টে প্রধানমন্ত্রী নদী প্রশিক্ষণের কাজ এবং পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল নির্মাণ কাজের উদ্বোধন করার পর নির্মাণ কাজ শুরু হয়।