মানুষের ঢল, দীর্ঘ পথ পাড়ি দিয়েও সভায় যোগ দিতে পারেন নি অনেকেই
আজ (২৫ জুন) অনুষ্ঠিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ছিল দেশের নানা প্রান্ত থেকে আসা সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড়।
মাদারীপুরের বাংলাবাজার ঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় সাধারণ মানুষের ঢল দেখা গেছে। অতিরিক্ত ভিড়ের কারণে সভাস্থলে পৌঁছাতে চার থেকে পাঁচ কিলোমিটার পথ হেঁটে গেছেন অনেকেই।
এমনকি হেঁটে যাওয়ার ভোগান্তি এড়াতে দূরদূরান্ত থেকে আসা অনেকেই সভায় যোগ না দিয়ে বাড়ি ফিরে গেছেন।
জানা গেছে, সকাল নয়টায় শরীয়তপুরের নাওডোবা গোলচত্বরে এসে পৌঁছায় খুলনার পাইগানা থানার কয়রা এলাকার ২০টি বাস। বাসগুলোতে করে প্রায় ৬০০ মানুষ এসেছেন বাংলাবাজার ঘাটের জনসভায় যোগ দিতে।