নিয়ম ভেঙ্গে পদ্মা সেতুতে উঠেছে উৎসাহী জনতা
বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (২৫ জুন) প্রধান অতিথির বক্তব্য শেষে মাওয়া প্রান্তে ১১টা ১২মিনিটে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনের পর পর বেলা ১টার দিকে পদ্মা সেতুতে উঠে পড়ে উৎসাহী জনতা। অনুমতি না থাকলেও মাওয়া প্রান্তে নিয়ম ভেঙ্গেই সেতুতে উঠে পড়েন অনেকেই।
প্রধানমন্ত্রীর পর আওয়ামী লীগ নেতাদের বহনকারী কয়েকটি বাস পার হয়। এসময় বেলা ১টার দিকে মাওয়া প্রান্তে কিছুক্ষণের জন্য শিথিল ছিল পুলিশের পাহারা। সুযোগ বুঝে কিছু অন্য যানবাহন সেতুতে উঠে যায়।
তারপর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে আসা অতি-উৎসাহী মানুষজনকে নিরাপত্তা নিরাপত্তা বেষ্টনী টপকে সেতুতে উঠে পড়তে দেখা গেছে। কেউ কেউ ঢুকে পড়েন বেষ্টনীর নিচের মাটি সরিয়ে।
এতে অনেকেই মনে করেন হয়তো সরকার সেতু সবার জন্য আজই উন্মুক্ত করে দিয়েছে। এসময় খাবার ও খেলনা নিয়ে সেতুতে উঠে পড়েন হকাররাও।
পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয় র্যাব, পুলিশ ও সেনাবাহিনী। সেতু থেকে অনুপ্রবেশকারী জনতাকে নামাতে লাঠিচার্জ করা হয়। উৎসুক জনতা এতে ছত্রভঙ্গ হয়ে ফিরে আসতে বাধ্য হয়।
নিরাপত্তা বাহিনীর পিটুনি খেয়ে অনেকে অসন্তোষও প্রকাশ করেন।
কেরানীগঞ্জের সাইফুল বলেন, 'বাঙালি জাতির দীর্ঘদিনের স্বপ্ন আজ মাননীয় প্রধানমন্ত্রী পূরণ করেছেন। মানুষের এখন বাঁধভাঙা উচ্ছ্বাস। আমরা মাঝ পর্যন্ত গিয়েছিলাম এরপর প্রশাসন লোকজন আমাদেরকে নামিয়ে দেয়। পুরা সেতু দেখতে পারলাম না, পুলিশে পিটাইল।'
এদিকে ঢাকা থেকে হেঁটে হেঁটে কেউ কেউ পদ্মা সেতুর উদ্বোধন দেখতে গেছেন বলে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে দাবি করা হচ্ছে।
একটি ভিডিওতে দেখা যায়, কিছু মানুষ এক সংবাদকর্মীকে বলছেন- 'সেতুটা একটু খুইল্যা দিতে কন, বৃষ্টিতে ভিজে আইছি। (সেতু) আইজক্যাও খুইলতে দিবে না, কাইলকেও দিবে না। আপনারা একটু মেহেরবানী করে ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী) বা যেই হোক যেভাবে হোক ব্যবস্থা করেন- আমরা একটু দেখতে আইছি বুঝছেন'।
ব্রিজে উঠে র্যাবের তাড়া খেয়ে নেমে আসা এক ব্যক্তি টিবিএস'কে বলেন, 'সেতু অনেক সুন্দর, দেখতে আসছিলাম। কিন্তু র্যাব নামায়ে দিছে।'
শাহাবুদ্দিন নামের আরেক ব্যক্তি জানান, 'ব্রিজের মাঝ পর্যন্ত গেছি, এরপর প্রশাসনের লোকজন নামায় দিলে, নাইলে ওইপাড়ে চইল্যা যাইতাম। এত্ত সুন্দর (ব্রিজ)। এত দিন শুধু দূর থেকে দেখছি, আইজ চান্স পাইছি- তাই তারের নিচ দিয়া ঢুইকা মাঝ ব্রিজ পর্যন্ত গেছিলাম।'
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, 'আমাদের এখান থেকে ঢুকেছে কিনা আমরা বলতে পারব না, তবে ওই পাড় থেকে বেশি মানুষ ঢুকে পড়েছিল। আমরা প্রশাসনের লোকজন পুলিশ-র্যাব মিলে ব্রিজ থেকে তাদেরকে নামিয়ে দেই।'