প্রথম টোল দিলেন যে আরোহী
সকাল ৬টায় জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু।
সেতুর গেট খোলার আগ পর্যন্ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শত শত বাস, ট্রাক, প্রাইভেট কার, মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সকে অপেক্ষা করতে দেখা যায়।
ভোরে সেতুতে টোল প্লাজায় প্রথম টোল দেওয়া যাত্রীর নাম আমিনুল ইসলাম। এই মোটরসাইকেল আরোহী দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে ফরিদপুরের উদ্দেশে গেছেন।
ফেরার সময়ও এই সেতু দিয়েই আসবেন।
আমিনুল গণমাধ্যমকে বলেন, 'টোলের ১০০ টাকা দিয়ে প্রথম যাত্রী হয়ে পদ্মা সেতু পাড়ি দিতে পেরে আমি আনন্দিত। আমার আশা ছিল সর্বপ্রথম আমি পদ্মা সেতুতে উঠব। আমার আশা আল্লাহ পূরণ করেছেন।'
আজ পদ্মা সেতু দিয়ে বিভিন্ন কোম্পানির প্রায় ১০০টি বাস প্রথম যাত্রা করবে বলে জানা গেছে।
পদ্মা সেতু পারাপারে সরকার নির্ধারিত টোল হার অনুযায়ী প্রতিটি মোটরসাইকেলের জন্য দিতে হবে ১০০ টাকা, কার ও জিপের জন্য ৭৫০ টাকা, পিকআপের জন্য ১ হাজার ২০০ টাকা এবং মাইক্রোবাসের জন্য টোল পরিশোধ করতে হবে ১ হাজার ৩০০ টাকা।
বাস পারাপারের ক্ষেত্রে, ছোট বাস (৩১ আসন) ১ হাজার ৪০০ টাকা, মাঝারি বাস (৩২ আসন বা এর বেশি) ২ হাজার টাকা এবং প্রতিটি বড় বাসের (থ্রি এক্সেল) জন্য টোল পরিশোধ করতে হবে ২ হাজার ৪০০ টাকা।
এছাড়া ট্রাকের ক্ষেত্রে, মিনি ট্রাকের (৫ টন পর্যন্ত) জন্য টোল নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাকের (৫ থেকে ৮ টন) জন্য ২ হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাকের (৮ থেকে ১১ টন) জন্য ২ হাজার ৮০০ টাকা, ট্রাকের (থ্রি এক্সেল পর্যন্ত) জন্য ৫ হাজার ৫০০ টাকা এবং প্রতিটি ট্রেইলারের জন্য (ফোর এক্সেল পর্যন্ত) টোল নির্ধারণ করা হয়েছে ৬ হাজার টাকা। এছাড়া, ফোর এক্সেলের চেয়ে বড় ট্রেইলারের ক্ষেত্রে এক্সেল প্রতি অতিরিক্ত ১ হাজার ৫০০ টাকা টোল পরিশোধ করতে হবে।
শনিবার (২৫ জুন) ৬.১৫ কিলোমিটার দীর্ঘ স্বপ্নের পদ্মা সেতুর ফলক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুতে তিনিই প্রথম টোল পরিশোধ করেন।