কোভিডে আক্রান্ত সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি
কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতি।
সোমবার সকালে আদালত কার্যক্রম শুরু হলে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ তথ্য জানান।
প্রধান বিচারপতি বলেন, "আমাদের ১২ জন বিচারপতি বর্তমানে করোনায় আক্রান্ত। এতে আদালতের কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়ছে। পরিস্থিতি খারাপ হলে আবারও ভার্চুয়াল কোর্ট পরিচালনা করতে হবে বলে মনে হচ্ছে।"
এ ব্যাপারে তিনি আইনজীবীদের সহযোগিতার আহ্বান জানান।
আদালত পরিচালনায় সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
উল্লেখ্য, আপিল বিভাগে সাতজন এবং হাইকোর্ট বিভাগে ৮৬ জন বিচারপতি রয়েছেন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও দু'জনের মৃত্যু এবং ১,৬৮০ জন শনাক্ত হয়েছে।
২৪ ঘণ্টায় ১০,৭২৮টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫.৬৬%।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯,১৪০ জনের, মোট আক্রান্ত হয়েছেন ১৯,৬৫,১৭৩ জন।