আর্থিক জালিয়াতির মামলায় জ্যাকুলিন ফার্নান্দেজকে জিজ্ঞাসাবাদ
ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জেরার মুখে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।
আর্থিক জালিয়াতির মামলায় এই শ্রীলঙ্কান সুন্দরীকে জিজ্ঞাসাবাদ করছে দেশটির কেন্দ্রীয় সংস্থা, খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে।
জানা গেছে দিল্লিতে জেরা চলছে অভিনেত্রীর। সোমবার পাঁচ ঘণ্টা ধরে লাগাতার ইডির প্রশ্নের মুখে সালমান খানের 'কিক' নায়িকা।
এনডিটিভি'র প্রতিবেদনে বলা হয়েছে, ইডি সূত্রে খবর আর্থিক তছরূপের মামলায় অভিযুক্ত হিসাবে নয়, বরং সাক্ষী হিসাবে জিজ্ঞাসাবাদ চলছে জ্যাকুলিনের। কয়েক হাজার কোটির তোলাবাজির মামলায় অভিযুক্ত ঠগবাজ সুখেশ চন্দ্রশেখর, এই তোলাবাজির ব়্যাকেটের প্রধান মাথা তেমনই উঠে এসেছে তদন্তে।
ইডি'র সূত্র জানিয়েছেন, উনি এই কেসের সাক্ষী, মামলার মূল অপরাধী সুকেশ চন্দ্রশেখর।
২০০৯ সালে 'আলাদিন' ছবির মাধ্যমে বলিউড সফর শুরু করেন এই শ্রীলঙ্কান সুন্দরী। এরপর সালমান, অক্ষয় থেকে এই প্রজন্মের সিদ্ধার্থ, বরুণ, টাইগারদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জ্যাকুলিন।
মুক্তির অপেক্ষায় রয়েছে তার একগুচ্ছ প্রজেক্ট। এর মধ্যে 'ভূত পুলিশ', 'অ্যাটাক', 'বচ্চন পাণ্ডে', 'রাম সেতু'র মতো বহুল আলোচিত ছবি রয়েছে।