এমি অ্যাওয়ার্ড থেকে শিশুদের জন্য ২৮ লাখ ডলার অনুদান
এবিসি চ্যানেলে আগামী রোববার প্রচার হতে যাচ্ছে ৭২তম এমি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।
তবে এ বছর এমির আসরে থাকছে নতুনত্ব। অনুষ্ঠানের সন্ধ্যায় প্রতিটি অ্যাওয়ার্ড শিশুদের ক্ষুধা নিবারণের তহবিলে যুক্ত করবে এক লাখ করে মার্কিন ডলার অনুদান। খবর এপির।
অ্যাওয়ার্ডের জন্য প্রতিযোগিতায় থাকা প্রতিটি নেটওয়ার্ক এবং স্ট্রিমিং সাইট তাদের জয় করা প্রতিটি এমির জন্য অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
অনুষ্ঠানের আয়োজক দ্য টেলিভিশন একাডেমি শুক্রবার এ সমঝোতার ঘোষণা দিয়েছে।
এমির চলতি আসরে ২৩টি পুরস্কার হস্তান্তর করা হচ্ছে এবং একাডেমি পাঁচ লাখ ডলার দিতে প্রতিশ্রুতি দিয়েছে। অর্থাৎ মোট আসতে যাওয়া ২৮ লাখ ডলার অনুদানের অর্থ দেওয়া হবে 'নো কিড হাংরি' নামে একটি সংগঠনকে, যারা করোনাভাইরাস সংকটের কারণে দুর্দশায় থাকা শিশুদের ক্ষুধা নিবারণের জন্য কাজ করছে।