'ওয়েস্ট সাইড স্টোরি'র রিমেক নিয়ে আসছেন স্পিলবার্গ
প্রেম, পঞ্চাশের দশকের ফ্যাশন ও রিটা মোরেনো, সবই থাকছে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত 'ওয়েস্ট সাইড স্টোরি'তে। ১৯৬১ সালের এই বিখ্যাত মিউজিক্যাল সিনেমার রিমেক নিয়ে হাজির হয়েছেন তিনি। গেল বুধবার চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশিত হয়। ট্রেলারে র্যাচেল জেগলার এবং আনসেল এলগোর্টকে নতুন মারিয়া ও টনি রূপে দেখা গেছে। মহামারির কারণে এক বছর পিছিয়ে গেলেও, খুব শীঘ্রই সিনেমা হলে আসছে ছবিটি।
সিনেমার টিজারে পঞ্চাশের দশকের ম্যানহাটন এবং সেই চিরচেনা দুই স্ট্রিট গ্যাং এর দেখা মিলেছে; ব্যাকগ্রাউন্ড সঙ্গীত হিসেবে রয়েছে সেই বিখ্যাত 'টুনাইট' গানের সুর।
ট্রেলারে দেখা যায়, জেটস ও শার্কস গ্যাং এর সদস্যদের বর্ণিল নাচের পটভূমিতে মারিয়া টনিকে বলছেন, 'আমি এর আগে কখনো তোমায় দেখিনি। তুমি পুয়ের্তো রিকান নও।' উত্তরে টনি বলেন, 'ইজ দ্যাট ওকে?' স্কুলের নাচের অনুষ্ঠানে মারিয়াকে প্রথম দেখায়ই তার প্রেমে পড়ে যান টনি।
ট্রেলারের অন্য এক দৃশ্যে মারিয়াকে তার বিখ্যাত সাদা পোশাক ও লাল বেল্টে সজ্জিত হতে দেখা যায়। বান্ধবী আনিকা ও ভাই বার্নারডোকে নিয়ে তৈরি হচ্ছিলেন তিনি।
আরও চমকপ্রদ ব্যাপার হলো, মূল চলচ্চিত্রের রিটা মোরেনোকেও দেখা যাবে এই রিমেকে! ছবির নতুন সংস্করণে একজন নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করছেন তিনি।
১৯৫৭ সালে ব্রডওয়ে মিউজিক্যাল ড্রামা অবলম্বনে মূল চলচ্চিত্রটি তৈরি হয়েছিল। এটি ১৯৬২ সালে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা সহ-অভিনেতা ও অভিনেত্রী এবং সেরা কস্টিউম ডিজাইনসহ ১০টি শাখায় একাডেমী অ্যাওয়ার্ড লাভ করে।
এদিকে স্পিলবার্গের রিমেকে মূল চরিত্রের বাইরে আরও থাকছেন আরিয়ানা ডিবোস, ডেভিড আলভারেজ, মাইক ফাইস্ট, হোস আন্দ্রে রিভেরা, আনা ইসাবেল, কোরেই স্টল এবং ব্রায়ান ডি'আরচি জেমস।
গত মাসেই জানিয়ে দেওয়া হয়েছে, ওয়েস্ট সাইড স্টোরি'র রিমেক ব্রডওয়েতে মুক্তি পাবে না। আগামী ১০ ডিসেম্বর সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে।
- সূত্র- নিউইয়র্ক পোস্ট