কনসার্ট ফর বাংলাদেশের সুবর্ণজয়ন্তী
ছলছল চোখে বন্ধু এসে বলেছে, মুমূর্ষু তার দেশ মরে যাওয়ার আগে যেন বাড়ানো হয় হাত, বাঁচিয়ে তোলা হয়- এমন মানবিক আবেদন জাগানিয়া, আবেগ ভরা কণ্ঠে 'বিটলস'খ্যাত জর্জ হ্যারিসন গলা ছেড়ে গেয়ে উঠেছিলেন, 'বাংলাদেশ, বাংলাদেশ।'
সেদিন ছিল ১ আগস্ট ১৯৭১, রোববার। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে দুপুর আড়াইটায় প্রায় ৪০ হাজার দর্শকের সামনে যে কনসার্টের আয়োজন করেছিলেন হ্যারিসন, সেই 'কনসার্ট ফর বাংলাদেশ' হয়ে রয়েছে মানবিকতার এক প্রামাণ্য দলিল।
বাংলাদেশে তখন মুক্তিযুদ্ধ। পাকিস্তানি হানাদারদের আক্রমণ আর বীর মুক্তিযোদ্ধাদের সাহসী প্রতিরোধের সত্য ঘটনা পশ্চিমা বিশ্বে অনেকটাই ছিল মনোযোগের আড়ালে। তবে ভারতীয় সেতারবাদক রবিশঙ্কর ও আরও কয়েকজন সংগীত ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে হ্যারিসনের আয়োজন করা ওই কনসার্ট ব্যাপক জাগরণ ঘটায়।
সেদিনের 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ'-এ বিশ্ববিখ্যাত সঙ্গীতশিল্পীদের মধ্যে আরও ছিলেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রিস্টন, ওস্তাদ আলী আকবর খান, ওস্তাদ আল্লা রাখা, কমলা চক্রবর্তী, লিয়ন রাসেল, ব্যাড ফিঙ্গার ও রিঙ্গো স্টার প্রমুখ।
এ প্রসঙ্গে পরবর্তীকালে জর্জ হ্যারিসন এক সাক্ষাৎকারে বলেন, 'আসলে এটি ছিল রবিশঙ্করের পরিকল্পনা। তিনি বাংলাদেশের জন্য কিছু একটা করতে চেয়েছিলেন। আমার সঙ্গে কথা বলে তিনি তার উদ্বেগের কথা জানান। জানতে চান, আমার কোনো পরামর্শ আছে কি না। এরপর আমরা শো করার বিষয়টি নিয়ে মাঝরাত পর্যন্ত কথা বলি। তার পরই সিদ্ধান্ত নিই, আমি অনুষ্ঠানটি করব। তখন অনেককে একত্র করার চেষ্টা করি। আমাকে কিছু জিনিস সংগঠিত করতে হয়েছিল, তার মধ্যে ছিল ম্যাডিসন স্কয়ার গার্ডেন। আসলে এটাই। পরিকল্পনা থেকে শুরু করে সফলভাবে এর বাস্তবায়ন পর্যন্ত পুরো আয়োজনটি সম্পন্ন করতে সময় লেগেছিল মাত্র চার সপ্তাহ।'
কনসার্ট ও অন্যান্য অনুষঙ্গ থেকে প্রায় ২ লাখ ৪৩ হাজার ৪১৮ দশমিক ৫০ ডলার তুলে ইউনেস্কোকে দিয়েছিলেন আয়োজকেরা, বাংলাদেশি শরণার্থীদের সাহায্যার্থে ব্যয় করার জন্য।
সময়ের পরিক্রমায়, এদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ হয়ে ওঠা সেই 'কনসার্ট ফর বাংলাদেশ'-এর ৫০ বছর পূর্তি আজ।
ডাকটিকেট অবমুক্ত
'কনসার্ট ফর বাংলাদেশ'-এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে ডাকটিকেট অবমুক্ত করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এছাড়াও দিবসটি উপলক্ষে স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করেছে ডাক অধিদপ্তর।
১ আগস্ট (রোববার) ঢাকায় নিজ দপ্তর থেকে এ বিষয়ে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট ও ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন মন্ত্রী।
এছাড়াও উদ্বোধন করা হয় ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড। মন্ত্রী এ সংক্রান্ত একটি সীলমোহর ব্যবহার করেন।
মোস্তাফা জব্বার বলেন, ওই কনসার্টের গানের মূল কথাই ছিল বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান।
বিবৃতিতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আরও বলেন, "গানের কথায় এমন আবেদন ছিল যে 'সকলের কাছে মিনতি জানাই আজ আমি তাই/ কয়েকটি প্রাণ এসো না বাঁচাই' বা 'এত যে বেদনা রাখি দূরে/ দেবে না তোমার ক্ষুধিতকে রুটি সামান্য দুটি/ অথবা বাংলাদেশ, বাংলাদেশ/দেখছি সেখানে সকলই ধ্বংস/কত শত প্রাণ মরে নিঃশেষ/দেখিনি এমন বেদনা অশেষ/বাংলাদেশ বাংলাদেশ'।"
'কনসার্ট ফ্রম বাংলাদেশ'
'কনসার্ট ফর বাংলাদেশ'-এর সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে এক অলনাইন কনসার্টের আয়োজন করেছে পাইওনিয়র ওয়ার্কস নামে একটি যুক্তরাষ্ট্রভিত্তিক শিল্প সংস্থা। ঢাকা, লন্ডন ও নিউইয়র্ক থেকে স্থানীয় সময় আজ (রোববার) সন্ধ্যা ৬টায় এটি প্রচারিত হবে।
এ কনসার্টে পারফর্ম করবেন সিয়ামনিয়াম, মীরাশ্রী আর্শী, আরিফ বাউল, নিশিত দে, এনায়েত, মৌমিতা হক, নজরুল ইসলাম, গালিবয় রানা ও তাবিব মাহমুদ, জাওয়াদ মুস্তাকিক আল মুবালিগ, প্রভাত রহমান, সাইদুর রহমান, সৌম্য সাহা, সোহেল প্রমুখ।
কনসার্টটি দেখতে রেজিস্ট্রেশন করতে হবে এই লিংকে: https://www.samdani.com.bd/concert-from-bangladesh।