কাজটাই আমার আওয়াজ: বান্নাহ
গত ঈদে ১০টি নাটক নির্মাণ করেছেন তরুণ পরিচালক মাবরুর রশীদ বান্নাহ। নাটকগুলো নিয়ে বেশ আলোচনাও হয়েছে এবং হচ্ছে। ভিউয়ে মনোযোগ দেওয়া থেকে সরে এসে এই নির্মাতা এবার নজর দিয়েছেন গল্পে। সেসব নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে কথা বলেছেন তিনি।
টিবিএস: ঈদের নাটক বানিয়ে আলোচনায় এসেছেন আপনি। কেমন লাগছে?
মাবরুর রশীদ বান্নাহ: যদি আসলেই আলোচনায় থাকি, তাহলে বলব, আমি কিছুটা হলেও সফল। ভালো চেষ্টাগুলো আলোচনায় এনে দেয়, সেটা আবারও প্রমাণ হলো। আমি যে পরিমাণ মানুষের ভালোবাসা এবং দোয়া পাচ্ছি, আমার কাজের কারণে সেটা অতুলনীয়। এবং সেটাই আমার কাছে মুখ্য। ভিউজ হচ্ছে, আমার প্রায় প্রত্যেকটা কাজই ট্রেন্ডিংয়ে আছে। মানুষের কমেন্টস, মানুষের রিঅ্যাকশনগুলো বড় প্রাপ্তি। ফলে আমি সত্যিই অনেক আনন্দিত ও খুশি।
টিবিএস: আপনার ঈদের নাটকে বড় কোনো তারকাকে দেখা যায়নি। অপেক্ষাকৃত নতুনদের সুযোগ দিয়েছেন। কারণ কী?
বান্নাহ: নতুনদের নিয়ে কাজ করার বিষয়টা ভালো বলে আমি মনে করি। তবে এটার পাশাপাশি সেলিব্রিটি অ্যাকটর-অ্যাকট্রেস নিয়েও কাজ করেছি। তাদের সাথে আমার কাজের সম্পর্কটা অসাধারণ, কোনো সন্দেহ নাই। নতুন বলতে আপনি পার্টিকুলারলি কী বুঝাচ্ছেন? যদি ছোটভাই রাফসান হয়ে থাকে, কারণ ওরই ডেব্যু হলো, আমি বলব, খুবই চমৎকার।
এছাড়াও অন্য যারা আছেন তরুণ, যেমন- মুশফিক আর ফারহান, ও তো 'সুইপার ম্যান' ফিকশনে অভিনেতা হিসেবে চমৎকারভাবে নিজেকে প্রমাণ করেছে। পাশাপাশি তাহসান, দিলারা জামান, ফজলুর রহমান বাবু বা ওই লেভেলের যেসব অ্যাকটর আছেন বা অন্যান্য যে অভিনেতা-অভিনেত্রী আছেন, তাদের সাথেও কাজ করে আমার অভিজ্ঞতা খুবই ভালো।
আসলে, আমি চাই ইন্ডাস্ট্রিতে নতুন নতুন অভিনেতা-অভিনেত্রী তৈরি হোক। আমার অতীত যদি আপনি ঘেঁটে দেখেন, তাহলে দেখবেন, আমি সবসময়ই এমনটা চাই। সচেতনভাবেই চাই। ইন্ডাস্ট্রিতে নতুন অ্যাকটর-অ্যাকট্রেস আসুক, এটাই চাই।
টিবিএস: আফরান নিশো ও অপূর্বকে নিয়ে একসময় কাজ করলেও এখন করেন না কেন?
বান্নাহ: করা হয়ে উঠে না; কিন্তু এতটুকু আমি বলতে পারি, আফরান নিশো ও জিয়াউল ফারুক অপূর্ব- দুজন অসাধারণ অভিনেতা। তারা অগ্রজ, তারা বড়ভাই এবং তাদেরকে আমি অভিনেতা হিসেবে যথাযথ সম্মান করি । তারা যথেষ্ট পরীক্ষিত ও জনপ্রিয়। সে সম্মানের জায়গা থেকেই বলছি, এখন হচ্ছে না, ভবিষ্যতে কাজ হয়ে যাবে।
টিবিএস: আপনাকে নিয়ে একটা অভিযোগ আছে, কাজের চেয়ে আলোচনায় থাকতে বেশি পছন্দ করেন!
বান্নাহ: আমি মনে করি কাজটাই আমার আওয়াজ। এবার আমার কাজ বেশি, তাই হয়তো কারও কারও ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, আওয়াজও বেশি।
টিবিএস: সিনেমা বানাচ্ছেন না কেন?
বান্নাহ: করোনাভাইরাস মহামারির জন্য সিনেমা বানানো হয়ে উঠছে না। প্ল্যান বারবার পিছিয়ে যাচ্ছে। আশা করছি শিগগিরই বানাতে পারব।