কান উৎসবে লাল গালিচায় উদ্ভাসিত বাংলাদেশি চলচ্চিত্র ‘রেহানা মরিয়াম নূর’ এর কলাকুশলীরা
আজ বুধবার (৭ জুলাই) থেকে শুরু হয়েছে ৭৪তম কান চলচ্চিত্র উৎসব। বাংলাদেশি দর্শকদের জন্য এটি স্মরণীয় একদিন হিসেবেই ইতিহাসের পাতায় ঠাঁই পাবে, কারণ এবার বাংলাদেশ থেকে প্রথম বাংলা ছবি হিসেবে কানের প্রিমিয়ার প্রদর্শনীর সম্মাননা পেয়েছে বাংলাদেশের চলচ্চিত্র 'রেহানা মরিয়াম নূর'।
আজ ফ্রান্সের সময় সোয়া ১১টায় প্রদর্শিত হয় এটি।
কান উৎসবের রেড কার্পেটে অংশ নেওয়া চলচ্চিত্রের কলাকুশীলব টিমের ছবি রেহানা মারিয়াম নূর- এর আনুষ্ঠানিক ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে।
৭৪তম কান উৎসবের উন সাঁরতে রেগার (Un Certain Regard) বিভাগে প্রথম স্থান পেয়েছে এটি। এ বিভাগে পুরষ্কৃত করা হয় সারা বিশ্বের নন-ট্র্যাডিশনাল বিভিন্ন ফিল্মকে।
'রেহানা মরিয়ম নূর'-এর পুরো গল্প মেডিকেল কলেজের অধ্যাপিকা ও চিকিৎসক রেহানা নামের চরিত্রকে ঘিরে। হঠাৎ তাঁর জীবনে একটা বড় পরিবর্তন আসে তাঁরই কলেজের এক ছাত্রীর হাত ধরে। সেই ছাত্রীর জীবনে এমন একটা ঘটনা ঘটে যার সঙ্গে জড়িয়ে যান রেহানা। সকল বাধাবিপত্তি অগ্রাহ্য করে গোটা সিস্টেমের বিরুদ্ধে গিয়ে গর্জে ওঠেন তিনি। এ নিয়েই এগিয়ে চলের গল্পের পথ।
পরিচালক ও চিত্রনাট্য লেখক সাদ নিজেই। আজমেরি হক বাঁধন মুখ্য ভূমিকায়। অন্যান্য শিল্পীদের মধ্যে ছিলেন আফিয়া জাহিন, কাজি শামি হাসানসহ প্রমূখ। ছবিটির জন্য সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরষ্কার পেয়েছিলেন সাদ।
এছাড়া, আগামীকাল ৮ জুলাই ফ্রান্সের সময় সকাল সাড়ে ৮টা (বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায়) ও ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ২টায়) কান চলচ্চিত্র উৎসবের মূল আয়োজন চলাকালে প্রদর্শিত হবে ছবিটি।