প্রথম ভারতীয় হিসেবে গ্রাঁ প্রি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন পরিচালক পায়েল কাপাডিয়া
৭৭তম কান চলচ্চিত্র উৎসবে প্রথম ভারতীয় হিসেবে সম্মানজনক গ্রাঁ প্রি পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন ভারতের চলচ্চিত্র নির্মাতা পায়েল কাপাডিয়া। শনিবার (২৫ মে) 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' সিনেমার জন্য কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রি পুরস্কার জিতেছেন পায়েল।
'অল উই ইমাজিন অ্যাজ লাইট' সিনেমাটিতে দুজন মালয়ালি নার্সের গল্প বলা হয়েছে যারা মুম্বাইতে একটি নতুন জীবন শুরু করে। শহরের অত্যাশ্চর্য দৃশ্যের পটভূমিতে জীবন, প্রেম এবং তাদের মধ্যকার বন্ধুত্বের সম্পর্ক সিনেমায় দেখানো হয়েছে৷ এটি ত্রিশ বছরের মধ্যে কানের মূল প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রথম ভারতীয় চলচ্চিত্র।
কাপাডিয়ার গ্রাঁ প্রি পুরস্কার জয় ভারত জুড়ে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়েছে। দেশটির শীর্ষ রাজনীতিবিদ সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে পুরস্কার জয়ের জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি এটির গুরুত্বের কথা উল্লেখ করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাপাডিয়ার প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেছেন, "দেশ তার ঐতিহাসিক অর্জনের জন্য গর্বিত। ভারতের সমৃদ্ধ সৃজনশীলতার পাশাপাশি তার অসাধারণ প্রতিভা বৈশ্বিক মঞ্চকে আরো উজ্জ্বল করেছে। এই মর্যাদাপূর্ণ অর্জন শুধু তার ব্যতিক্রমী দক্ষতাকেই প্রকাশ করে না, বরং ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের একটি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে।"
ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীও পরিচালককে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি 'দ্য শেমলেস' সিনেমার জন্য আঁ সার্তে রিগায় বিভাগে প্রথম ভারতীয় হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতা কলকাতার অভিনেত্রী অনসূয়া সেনগুপ্তকেও তিনি অভিনন্দন জানিয়েছেন।
ভারত বিশ্বব্যাপী বৃহত্তম চলচ্চিত্র প্রযোজক দেশ হওয়া সত্ত্বেও জন্য আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরস্কারের দিক থেকে হলিউডের থেকে এখনো অনেক পিছিয়ে আছে।
গত বছর ভারতীয় তেলুগু ভাষার সিনেমা 'আরআরআর' এর গান 'নাটু নাটু' সেরা মৌলিক গানের জন্য অস্কার পুরস্কার জিতেছিল। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কার্তিকি গনসালভেসের 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' ঐ বছরেই অস্কারের সেরা সংক্ষিপ্ত ডকুমেন্টারির পুরস্কার জিতেছিল।
১৯৪৭ সালে ভারতীয় পরিচালক চেতন আনন্দ তার সিনেমা 'নীচা নগর' এর জন্য কান চলচ্চিত্র উৎসবের শীর্ষ পুরস্কার জিতে ইতিহাস তৈরি করেছিলেন।
সাম্প্রতিক গ্রাঁ প্রি পুরস্কার জেতার আগে পায়েল কাপাডিয়া তার প্রশংসিত ডকুমেন্টারি 'এ নাইট অব নোয়িং নাথিং' এর জন্য ২০২১ সালে ল'য়েল ডি'অর পুরস্কার জিতেছিলেন।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়