কোভিড ত্রাণের জন্য ‘বিরুশকা’র আবেদন, ২৪ ঘণ্টার মধ্যেই উঠল ৩.৬ কোটি টাকা!
করোনাভাইরাস মহামারির সঙ্গে যুদ্ধ জারি রয়েছে ভারতের। করোনার ধাক্কায় পর্যদুস্ত গোটা দেশ। প্রাণদায়ী অক্সিজেনের সিলিন্ডার থেকে হাসপাতালের বেড সবকিছুর জন্য চলছে হাহাকার।
এই কঠিন সময়ে, কঠিন লড়াইয়ে এগিয়ে এসেছিলেন দেশটির ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং বলিউড তারকা আনুশকা শর্মা। অনুরাগীরা আদর করে এই তারকা দম্পতিকে একসঙ্গে 'বিরুশকা' নামে ডাকে।
নিজেরা দুই কোটি টাকা অর্থ অনুদান দেওয়ার পাশাপাশি জনসাধারণের উদ্দেশেও অনুরোধ রেখেছিলেন, যেন নিজেদের ক্ষমতানুযায়ী এই ত্রাণ তহবিলে দান করা হয়। মোট ৭ কোটি টাকা সাহায্যের লক্ষ্য রেখেছিলেন এই জুটি।
কেটো [Ketto] নামের এক বেসরকারি অর্থ অনুদানকারী সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে এই প্রয়াস শুরু করেন বিরুশকা। আগামী সাত দিনের মধ্যে এই অর্থ সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে তাদের।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেটো প্ল্যাটফর্মে অনুশকা-বিরাটের অনুদান করা টাকা ও সংগৃহীত টাকা সরাসরি চলে যাবে এসিটি গ্র্যান্টস-এ। যারা দেশের সর্বত্র প্রয়োজনীয় অক্সিজেন, মেডিক্যাল পরিষেবা, ভ্যাকশিনেশন এবং টেলি-মেডিসিন পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।
প্রসঙ্গত, করোনা মহামারির প্রথম থেকেই বিভিন্ন সামাজিক কাজে অগ্রণী হয়েছে এই জুটি। আর্তদের পাশাপাশি পশুদের জন্যও 'বিরুশকা'র পদক্ষেপে মুগ্ধ নেটদুনিয়া।
তবে এখানেই খবরের শেষ নয়। বিরুশকার এই আওয়াজে সাড়া দিয়েছেন অসংখ্য মানুষ। এই তারকা দম্পতির উদ্যোগকে সফল করতে এগিয়ে এসেছেন অনেকেই। আবেদন রাখার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে জোগাড় হয়েছে ৩.৬ কোটি টাকা! যা দেখে চমৎকৃত বিরাট-আনুশকা দুজনেই।
টুইট করে এই খবর নিজেই ঘোষণা করেছেন আনুশকা। এই কঠিন সময়ে এগিয়ে আসার জন্য, তাদের পাশে থাকার জন্য যান্ত্রিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
আনুশকার কথায়, 'আপনাদের সকলকে ধন্যবাদ। ইতোমধ্যেই অর্ধেক পথ পেরিয়ে এসেছি আমরা। এভাবেই এগিয়ে যেতে হবে।'