নজরুলের প্রয়াণ দিবসে ‘কালো হরিণ চোখ’
ভাদ্রের শুক্লা পঞ্চমীর বৃষ্টিমুখর রাতে প্রিয় মানুষের বিসর্জনের ব্যথা স্মৃতি রোমন্থন করা বেদনাতুর এক গল্প ঘিরে এ নাটক।
১২ ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ নাটক 'কালো হরিণ চোখ' প্রচার করবে মাছরাঙ্গা টেলিভিশন। কবির লেখা 'বাদল বরিষনে' গল্পের ছায়া অবলম্বনে বিষ্ণু ঈয়াসের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সীমান্ত সজল।
ভাদ্রের শুক্লা পঞ্চমীর বৃষ্টিমুখর রাতে প্রিয় মানুষের বিসর্জনের ব্যথা স্মৃতি রোমন্থন করা বেদনাতুর এক গল্প ঘিরে এ নাটক।
এতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, জয় রাজ, সান্ত্বনা সাদিকা, অধরা প্রিয়া প্রমুখ।
'কালো হরিণ চোখ' প্রচার হবে শুক্রবার (১২ ভাদ্র, ২৭ আগস্ট) রাত ১০টায়।