নতুন প্রেমে জ্যাকুলিন ফার্নান্দেজ
আবারও প্রেমে পড়েছেন বলিউডের শ্রীলঙ্কান তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ। সিদ্ধান্ত নিয়েছেন প্রেমিকের সঙ্গে বসবাসের। তাই প্রায় ২০০ কোটি টাকায় কেনা সমুদ্রমুখী নতুন বাড়িকেই বেছে নিয়েছেন তিনি।
ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে ৩৫ বছর বয়সী এই তারকা। সালমান খানের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে পরিচিতি রয়েছে তার। এর আগে সম্পর্কে জড়িয়েছিলেন বলিউড পরিচালক সাজিদ খানের সঙ্গে। সে সম্পর্ক ভেঙে যায় বেশ আগে।
জানা গেছে, জ্যাকুলিনের নতুন প্রেমিক একজন দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী। বলিউডে ব্যবসায়ী ও নায়িকার প্রেম অবশ্য নতুন কিছু নয়।
জ্যাকুলিনের প্রেম নিয়ে বলিউডে চলছে গুঞ্জন। তবে এ নিয়ে তিনি নিজে কোনো মন্তব্য করেননি এখনো। দেখা যাক, কবে মুখ খুলেন 'কিক'খ্যাত তারকা!
-
সূত্র: আনন্দবাজার পত্রিকা