নিরভানার বিরুদ্ধে ‘নেভার মাইন্ড’ প্রচ্ছদের সেই নগ্ন শিশুর মামলা
নিরভানার ১৯৯১ সালের অ্যালবাম 'নেভার মাইন্ডে'র প্রচ্ছদে একজন নবজাতক শিশু হিসেবে জায়গা পাওয়া স্পেন্সার এলডেন ব্যান্ডটির বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। বর্তমানে ৩০ বছর বয়সী স্পেন্সারকে সেই প্রচ্ছদে নগ্নভাবে উপস্থাপন করায় নিরভানার বিরুদ্ধে 'শিশু যৌন শোষণ'-এর অভিযোগ আনা হয়েছে।
প্রচ্ছদে পোষাকবিহীন চার মাস বয়সী এলডেনকে একটি এক ডলারের নোটের দিকে তাকিয়ে পানির নিচে সাঁতার কাটতে দেখা যায়। রক গানের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত প্রচ্ছদগুলোর একটি এটি।
কিন্তু ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে মঙ্গলবার দায়ের করা মামলায় এলডেনের আইনজীবী ছবিটিকে অশ্লীল দাবি করে জানিয়েছেন, এর সাথে জড়িত থাকার কারণে এলডেন 'আজীবন ক্ষতিগ্রস্ত' হয়েছেন।
এলডেন বিবাদী হিসাবে নিরভানার জীবিত সদস্যদের, কার্ট কোবেইন এস্টেটের নির্বাহক এবং বিভিন্ন রেকর্ড লেবেলকে তালিকাভুক্ত করেছেন। তিনি প্রত্যেক আসামির কাছ থেকে আইনি খরচের পাশাপাশি দেড় লাখ ডলার (১ কোটি ২৭ লাখ টাকা) ক্ষতিপূরণ চেয়েছেন, এবং অভিযুক্তদের বিরুদ্ধে 'জেনে বুঝে শিশু পর্নোগ্রাফি তৈরি, দখল ও বাণিজ্যিক বিজ্ঞাপনে ব্যবহার' এর অভিযোগ এনেছেন।
মামলায় আরও দাবি করা হয়েছে, ডলারের নোটটির মাধ্যমে প্রচ্ছদের শিশুটিকে 'একজন যৌনকর্মীর' মতো করে ফুটিয়ে তোলা হয়েছিল।
এই প্রচ্ছদ জনপ্রিয়তা পাওয়ার পর যৌবনে নিজে থেকেই বেশ কয়েকবার প্রচ্ছদের ছবিটি পুনর্নির্মাণ (রিক্রিয়েট) করেছেন এলডেন। তবে তিনি বরাবরই বলে এসেছেন এই প্রচ্ছদের জনপ্রিয়তায় তিনি অস্বস্তি বোধ করেন।
নেভার মাইন্ড এবং এর প্রধান একক 'স্মেলস লাইক টিন স্পিরিট' এর যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে। বিশ্বজুড়ে গ্রাঞ্জ রককে জনপ্রিয় করে এই অ্যালবামই রক গানের ধারাপাতে সবচেয়ে বড় উপাদান হিসেবে কাজ করেছে।
- সূত্র: সিএনএন।