পুরস্কার নয়, হৃদয় জিতে নিয়েছে 'রেহানা মরিয়ম নূর'
৭৪ তম কান চলচ্চিত্র উৎসবের 'আঁ সার্তে রিগা' শাখার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় গতকাল। সেখানে বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ-এর 'রেহানা মরিয়ম নূর' কোনো পুরস্কার জিততে না পারলেও দর্শকদের মন জিতে নিয়েছে নিঃসন্দেহে।
প্রথম বাংলাদেশি চলচ্চিত্র এবং একমাত্র দক্ষিণ এশীয় চলচ্চিত্র হিসেবে কানের আঁ সার্তে রিগা শাখায় নির্বাচিত হয় 'রেহানা মরিয়ম নূর'।
১৬ জুলাই কানের আঁ সার্তে রিগা শাখায় ৬টি টাইটেলে পুরস্কার দেয়া হয়। টাইটেলগুলো হলো- সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা পারফরমেন্স, জুরি প্রাইজ, স্পেশাল জুরি প্রাইজ ও ক্যু দে কোয়্যার পুরস্কার। ডেবুসি থিয়েটারে গতকাল এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
'রেহানা মরিয়ম নূর' কোনো পুরস্কার জিততে না পারলেও, আন্তর্জাতিক সকল প্ল্যাটফর্মেই এর সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। গত ৭ জুলাই কান চলচ্চিত্র উৎসবের প্রিমিয়ারে দর্শকেরা দাঁড়িয়ে সম্মাননা জানায় 'রেহানা মরিয়ম নূর'কে।
ভ্যারাইটি, হলিউড রিপোর্টার, স্ক্রিনডেইলি, ফ্রান্স২৪, এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়ার মত আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও চলচ্চিত্রটির হৃদয়স্পর্শী চিত্রনাট্যের প্রশংসা করেছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের গাউন পরিহিত ছবি পোস্ট করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। লাল মসলিনের চমৎকার জাম্পস্যুট গাউনে নজর কেড়েছেন বাঁধন।
পোস্টের ক্যাপশনে বাঁধন লিখেছেন, "সপ্তম শতকে বাংলায় ভ্রমণ করতে আসা এক চীনা পর্যটক ঢাকার মসলিনকে বলেছিলেন, ''ভোরের হালকা কুয়াশা'। আজকের দিনের জন্য আমিও তাই মসলিন ব্যতীত অন্য কোনো কাপড় পরার কথা ভাবতেই পারছিলাম না। 'আঁ সার্তে রিগা' অ্যাওয়ার্ড অনুষ্ঠানে 'আজারাজ বাই সুমি'র এই গ্ল্যামারাস, লাল মসলিনের ঢেউ খেলানো জাম্পস্যুটটি পরতে পেরে আমি ভীষণ গর্বিত। লাল মসলিন দিয়ে এক ধরনের জাদুই দেখিয়েছে সুমি। আজ মনে হচ্ছে আমি বিশ্বজয় করতে প্রস্তুত!"
'রেহানা মরিয়ম নূর'-এর কাহিনী আবর্তিত হয়েছে একজন মেডিকেল কলেজ শিক্ষক, রেহানাকে নিয়ে; যিনি কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় একটি অপ্রত্যাশিত দৃশ্যের সাক্ষী হন। সকল স্রোতের বিপরীতে গিয়ে তিনি প্রচলিত প্রথার বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেন।
চলচ্চিত্রে বাঁধন ছাড়াও আরও অভিনয় করেছেন আফিয়া জাহিন, কাজী সামি হাসান, তুহিন তাজিমুল ও অন্যান্যরা।
কান চলচ্চিত্র উৎসবের 'আঁ সার্তে রিগা' ২০২১ বিজয়ীরা হলেন-
স্পেশাল মেনশন
'নচে দে ফুয়েগো' (প্রেয়ারস ফর দ্য স্টোলেন), তাতিয়ানা হুয়েজো
প্রাইজ অফ অরিজিনালিটি
'ল্যাম্ব', ভ্লাদিমির জোহানসন
প্রাইজ অফ কারেজ
'লা সিভিল', টেওডরা আনা মিহাই
এনসেম্বল প্রাইজ
'বন মেয়ার', হাফসিয়া হারজি
জুরি প্রাইজ
'গ্রেট ফ্রিডম', সেবাস্তিয়ান মেইজ
গ্র্যান্ড প্রাইজ
'আনক্লেঞ্চিং দ্য ফিস্টস', কিরা কোভালেংকো