প্রেমিক দেখতে সুন্দর না হলেই ভালো : সারা আলী খান
ভালোবাসা দিবসকে ঘিরে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চলছে নানা গুঞ্জন। এরইমধ্যে মনের মানুষ নিয়ে মুখ খুললেন বলিউড নায়িকা সারা আলী খান।
বলিউডের তারকা অভিনেত্রী কারিনা কাপুর খান উপস্থাপিত রেডিও অনুষ্ঠান 'হোয়াট উইমেন ওয়ান্ট'-এর সর্বশেষ এপিসোডে অতিথি হয়ে এসেছিলেন সারা। সেখানেই সাইফ আলী খানের এই কন্যার কাছে ব্যক্তিজীবনে তার সৎমা কারিনা জানতে চান, কেমন প্রেমিক পছন্দ তার। জবাবে সারা বলেন, একজন সৎ ও রসবোধসম্পন্ন মানুষের খোঁজই তিনি করেন। খবর হিন্দুস্থান টাইমসের।
সারার তালিকায় 'সুদর্শন' বিষয়টি জায়গা না পাওয়ায় চমকে যান কারিনা। সারা বলেন, 'প্রেমিক বা জীবনসঙ্গীকে দেখতে সুন্দর হতে হবে, তার কোনো মানে নেই। বরং দেখতে সুন্দর না হলেই ভালো। কারণ সুদর্শন ছেলেরা অনেক সময়ই নিজেকে নিজে মগ্ন থাকে। এমন মানুষ আমি সামলাতে পারব না।'
সারার এ জবাব বিশ্বাস করতে পারেননি কারিনা। তবু নিজের ভাবনার ব্যাপারে তাকে আশ্বস্ত করতে সারা বলেন, 'তাকে দেখতে কোনো দিক থেকেই সুন্দর হওয়া যাবে না, এমনটা বলছি না। আমি বলতে চাচ্ছি এতটা সুদর্শনও তার হওয়া চলবে না, যতটা হলে সবাই তাকে নিয়ে কথা বলবে।' এ রকম সুন্দর ছেলেদের এড়িয়ে যেতেই চান সারা।
২৪ বছর বয়সী সারা আরও জানান, একটা মানুষের চেহারা কেমন, গায়ের রং কেমন, সেটি বড় কথা নয়। কিন্তু নিজের চেহারা কিংবা গায়ের রং নিয়ে আত্মপ্রেমে হাবুডুবু খাওয়া মানুষকে তিনি সহ্য করতে নারাজ।
তিনি বলেন, 'প্রেমে পড়লে এমন কারওই পড়ব, যাকে নিয়ে গর্ব করে বলতে পারি, সে শুধুই আমার। ব্যক্তিস্বাধীনতায় আমিও বিশ্বাস করি, কিন্তু ব্যক্তিস্বাধীনতা মানে অন্যকে ধোকা দেওয়া নয়।'
১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সারা অভিনীত 'লাভ আজ কাল' চলচ্চিত্রটি। এখানে যার সঙ্গে তিনি জুটি বেঁধেছেন, সেই কার্তিক আরিয়ানের সঙ্গে তার প্রথমে প্রেম ও পরে বিচ্ছেদ হওয়ার খবর বেশ চাওড় হলেও সারা সবসময়ই তা অস্বীকার করেছেন।