বব ডিলানের অপ্রকাশিত লিরিকসহ ‘গোপন’ কাগজপত্র বিক্রি হলো সোয়া ৪ কোটি টাকায়
নোবেলজয়ী গীতিকবি ও গায়ক বব ডিলানের অপ্রকাশিত লিরিকসহ বেশ কিছু ডকুমেন্ট এক অনলাইন নিলামে ৪ লাখ ৯৫ হাজার ডলার বা প্রায় ৪ কোটি ১৯ লাখ ৪৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। এই ডকুমেন্টগুলো অনেকদিন ধরেই 'গোপন' ছিল।
যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক নিলাম কোম্পানি আর.আর. অকশন শুক্রবার জানিয়েছে, এই ডকুমেন্টগুলো দীর্ঘদিন ডিলানের বন্ধু ও সহযোদ্ধা প্রয়াত আমেরিকান ব্লুজ শিল্পী টনি গ্লোভারের ব্যক্তিগত সংগ্রহে ছিল। বৃহস্পতিবার সেগুলো নিলামে তোলা হয়। তবে ক্রেতার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
ওই সংগ্রহের মধ্যে রয়েছে ডিলানের সঙ্গে ১৯৭১ সালে গ্লোভারের সাক্ষাৎকারের প্রতিলিপি এবং তাদের দুজনের মধ্যে বিনিময় হওয়া বেশ কিছু চিঠি। ওই সাক্ষাৎকারেই প্রতিষ্ঠানবিরোধিতার বোধ থেকে নিজের নাম রবার্ট জিমারম্যান থেকে বদলিয়ে বব ডিলান রাখার রহস্য ফাঁস করেন আমেরিকান জীবন্ত কিংবদন্তি শিল্পী। আরও জানান, 'লে লেডি লে' গানটি তিনি আমেরিকান গায়িকা বারবারা স্ট্রেইস্যান্ডের উদ্দেশ্যে লিখেছেন।
গত বছর মারা যাওয়া গ্লোভারের সঙ্গে আজীবন ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল ৭৯ বছর বয়সী ডিলানের। মিনেপোলিস শহরের একই কফিহাউসে দীর্ঘদিন গানের চর্চা করেছেন তারা দুজন। গ্লোভারের স্ত্রী সিনথিয়া ন্যাডলার তার প্রয়াত স্বামীর সংগ্রহ থেকে ডিলানের ওই ডকুমেন্টগুলো ওই অনলাইন নিলামে তুলেছিলেন।
'ব্লোয়িং ইন দ্য উইন্ড', 'লাইক অ্যা রোলিং স্টোন'সহ অসংখ্য অনুপ্রেরণামূলক গানে কিংবদন্তিতে পরিণত হওয়া বব ডিলান ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
ওই নিলামে জায়গা পাওয়া অপ্রকাশিত লিরিকটি ১৯৬২ সালের মে মাসে ফোক কিংবদন্তি উডি গুথরির সঙ্গে দেখা করার পর লিখেছিলেন। গত মাসের আগে কোনোদিনই আলোর মুখ দেখেনি গানটি।
ওই গানের কথা: 'মাই আইজ আর ক্রেকড আই থিংক আই বিন ফ্রেমড/ আই কান্ট সিম টু রিমেম্বার দ্য সাউন্ড অব মাই নেম/ হোয়াট ডিড হি টিচ ইউ আই হার্ড সামওয়ান শাউট/ ডিড হি টিচ ইউ টু হুইল অ্যান্ড উইন্ড ইউরসেলফ আউট/ ডিড হি টিচ ইউ টু রিভিল, রেসপেক্ট, অ্যান্ড রিপেন্ট দ্য ব্লুজ/ নো জ্যাক হি টট মি হাউ টু স্লিপ ইন মাই স্যুজ।'
অন্যদিকে, গ্লোভারের সঙ্গে ১৯৭১ সালের সাক্ষাৎকারে ডিলান নিজের নাম পরিবর্তন প্রসঙ্গে বলেছিলেন, 'বহু মানুষেরই ধারণা, ইহুদিরা স্রেফ টাকা জমায় আর ব্যবসা করে।'
- সূত্র: ইউএনবি ও এএফপি