বব ডিলানের বিরুদ্ধে ১২ বছর বয়সীকে যৌন নিপীড়নের মামলা
১৯৬৫ সালে মাদক ও মদ খাইয়ে ১২ বছর বয়সী এক মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে বিখ্যাত মার্কিন গীতিকার ও সংগীতশিল্পী এবং সাহিত্যে নোবেল বিজয়ী বব ডিলানের বিরুদ্ধে।
ম্যানহাটন সুপ্রিম কোর্টে এ নিয়ে মামলা দায়ের করেন ভুক্তভোগী বর্তমানে ৬৮ বছর বয়সী সেই নারী। মামলায় নিজের নাম প্রকাশ না করে জে সি বলে নিজের পরিচয় দিয়েছেন তিনি।
মামলার অভিযোগে বলা হয়েছে, বব ডিলান তাকে একাধিকবার নির্যাতন করেছেন। এর ফলে শারীরিক ও মানসিকভাবে ভেঙ্গে পড়েন তিনি। এ কারণে তাকে বিভিন্ন সময়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছে বলেও উল্লেখ করেন ওই নারী।
বব ডিলানের এক মুখপাত্র দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, গায়কের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, আদালতে এ নিয়ে লড়াই করতে প্রস্তুত তারা।
যুক্তরাষ্ট্রের একটি নতুন প্রণীত আইনের অধীনে মামলাটি করেছেন ওই নারী। ওই আইনানুযায়ী, যারা শিশু অবস্থায় নির্যাতনের শিকার হয়েছেন তারা বর্তমানে মামলা করতে পারবেন।
- সূত্র: দ্য গার্ডিয়ান