বলিউড ইন্ডাস্ট্রি নষ্ট করে ফেলবে ঐশ্বরিয়াকে! ভয় পেয়েছিলেন সঞ্জয় দত্ত
বিয়ের পর সেভাবে বচ্চন বধূকে পর্দায় পাওয়া না গেলে একটা সময় দাপটের সঙ্গে অভিনয় করেছেন বলিউডের সুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।
প্রথমে বিশ্বসুন্দরীর খেতাব জয়, তারপর বলিউডে পদার্পণ এবং সবশেষে বচ্চন পরিবারের বধূ হয়ে ওঠা। ঐশ্বরিয়ার জীবন নিয়েই একটা গোটা ছবি তৈরি হয়ে যেতে পারে। কিন্তু নিজের সৌন্দর্য এবং ক্যারিয়ার নিয়ে কম কথা শুনতে হয়নি তাকে। অভিনেতা সঞ্জয় দত্তও বিষ্ফোরক মন্তব্য করেছিলেন সাবেক বিশ্বসুন্দরীকে নিয়ে।
এ ঘটনা ১৯৯৩ সালের। একটি জনপ্রিয় ম্যাগাজিন কভারের ফটোশুট এবং সাক্ষাৎকারের জন্য মিলিত হয়েছিলেন সঞ্জয় ও ঐশ্বরিয়া। বিশ্বসুন্দরীকে সেই প্রথম দেখা সঞ্জুবাবার। প্রথম সাক্ষাতেই নাকি ঐশ্বরিয়ার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই সঙ্গে ভয়ও পেয়েছিলেন যে, বলিউড তার সৌন্দর্য ও মিষ্টত্বকে নষ্ট না করে দেয়!
পরবর্তীকালে এক সাক্ষাৎকারে একথা প্রকাশ্যেই বলেন সঞ্জয়। তার কথায়, "যখন আপনি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে আসবেন, এই ইন্ডাস্ট্রি আপনাকে বদলাতে শুরু করবে, পরিণত করতে শুরু করবে…আগের সরল ভাবটা আর থাকবে না। এখন যে সুন্দর দিকটা ঐশ্বরিয়ার রয়েছে সেটাই অদৃশ্য হয়ে যাবে। সিনেজগতের সঙ্গে ওঠাবসা করতে হবে তাকে, সেটা একেবারেই সহজ নয়।"
বলিউড ইন্ডাস্ট্রির ব্যাপারে সঞ্জয়ের সোজাসাপটা বক্তব্য ছিল, এই ইন্ডাস্ট্রিতে অত্যন্ত বেশি রকমের প্রতিযোগিতা হয়। নিজেকে সর্বক্ষণ সুন্দর দেখানোর তাগিদ, সবার থেকে সেরা হয়ে ওঠার তাগিদ থেকে যায়। দু'ধাপ ওপরে উঠলে ৫০০ জন নীচে টেনে নামানোর লোক রয়েছে এই ইন্ডাস্ট্রিতে। তাদের সঙ্গে যুদ্ধ করতে গেলে নিজেকে শক্ত করে গড়ে তুলতে হয়। আগের ওই নম্র, মিষ্টি ভাবটা আর থাকে না।
বলিউডের 'মুন্নাভাই' এর ভবিষ্যদ্বাণী অনেকটাই ফলে গিয়েছে। আগের ঐশ্বরিয়া ও এখনকার ঐশ্বরিয়ার মধ্যে যে আকাশ-পাতাল তফাৎ তা স্পষ্ট। এমনকি এই পর্যায়ে এসেও নেটমাধ্যমে ট্রোলড হতে হয় তাকে। নিজের ছোট মেয়েকে আগলে রাখার জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয় বচ্চন বধূকে। সম্ভবত এত বছরে ঐশ্বরিয়া ইন্ডাস্ট্রির এমন রূপ দেখেছেন যে মেয়েকে আগলে রাখাই উচিত বলে মনে হয় তার কাছে!
- সূত্র- বাংলা হান্ট