বায়োপিকে সানিয়া মির্জার চরিত্রে তাপসী?
বলিউডে এখন স্পোর্টস ছবির রমরমা বাজার। এবার টেনিস তারকা সানিয়া মির্জারকে নিয়ে তৈরি হতে চলেছে বায়োপিক। ছবি প্রযোজনায় রনি স্ক্রুওয়ালা। ইতোমধ্যেই সানিয়ার জীবনীর কপিরাইট নিয়েছেন তিনি।
সানিয়া মির্জার চরিত্রে কাকে অভিনয় করতে দেখা যাবে? জানতে মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, প্রযোজকের প্রথম পছন্দ অভিনেত্রী তাপসী পান্নু। ছবির স্ক্রিপ্ট শুনে প্রাথমিকভাবে পছন্দও করেছেন তাপসী। শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলে সানিয়া মির্জার বায়োপিকে ফের একবার খেলোয়ারের ভূমিকায় দেখা মিলবে তাপসীর।
এর আগে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। ছবির নাম 'সাবাশ মিঠু'। এবার ক্রিকেটারের জীবনী থেকে টেনিস তারকার ভূমিকায় তাপসীর দেখা মিলতে পারে!
জানা যাচ্ছে, সানিয়ার বায়োপিকের জন্য প্রযোজকের প্রথমে মাথায় এসেছিল পরিণীতি চোপড়ার কথা। তবে সদ্য মুক্তি পেয়েছে তার অভিনীত 'সাইনা'। যেখানে ব্যাডমিন্টন প্লেয়ারের ভূমিকায় দেখা গেছে পরিণীতিকে। তাই ফের একবার টেনিস তারকার চরিত্রে তাকে নিতে রাজি নয় প্রযোজক।
আপতত 'সব্বাস মিঠু'র শ্যুটিংয়ে ব্যস্ত তাপসী। এছাড়াও তার হাতে রয়েছে 'লুপ লাপেটা', 'রেশমি রকেট', 'হাসিন দিলরুবা' এবং 'দোবারা' ছবির কাজ।