বিমান বিধ্বস্ত: নায়িকা হওয়া হলো না জারার!
পাকিস্তানের জনপ্রিয় মডেল জারা আবিদ বিমান দুর্ঘটনায় মারা গেছেন। শুক্রবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের যে যাত্রীবাহী বিমান করাচি বিমানবন্দরের কাছে আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়, জারাও সেটিতে ছিলেন।
ওই বিমানে থাকা ৯৯ যাত্রী ও ক্রুর মধ্যে যে দুজন প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছেন সিন্ধুর স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা, তাদের নাম জুবায়ের ও জাফর মাসুদ। তাই যাত্রী জারার ভাগ্যে কী ঘটেছে, তা সহজেই অনুমান করা যায়। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দেওয়া হলেও তার মৃত্যুর খবর ইতোমধ্যেই ফলাও করে প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। খবর ডনের।
১৯৯২ সালের ৪ এপ্রিল লাহোরে জন্ম নেওয়া জারা আবিদ ছিলেন পাকিস্তানের তুমুল জনপ্রিয় ফ্যাশন মডেল। এ বছর সেরা নারী মডেল ক্যাটাগরিতে হাম স্টাইল অ্যাওয়ার্ডও জয় করেছিলেন তিনি।
দেশটির ফ্যাশন ইন্ডাস্ট্রির সব শীর্ষ ডিজাইনারের সঙ্গে কাজ করেছেন জারা। চলচ্চিত্র পরিচালক আজিম সাজ্জাদের 'চৌধুরী' সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটার কথা ছিল তার। সেজন্য নিচ্ছিলেন প্রস্তুতিও। কিন্তু সিনেমার নায়িকা হওয়ার সেই স্বপ্ন কেড়ে নিল মর্মান্তিক ওই দুর্ঘটনা।