চীনা ধনকুবের ও গেমিং ব্যবসায়ী নেটফ্লিক্স প্রযোজকের বিষ প্রয়োগে মৃত্যু
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2020/12/28/fhlinqi2612.jpg)
চীনা ধনকুবের এবং ভিডিও গেম ডেভেলপার ইয়ুযু গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) ক্রিসমাসের দিন রহস্যজনক মৃত্যু ঘটেছে। ধারণা করা হচ্ছে, সহকর্মীর ষড়যন্ত্রমূলক বিষপ্রয়োগে তিনি নিহত হয়েছেন। সাংহাই পুলিশ সূত্রে এমনটি জানা যায়।
লিন কি (৩৯) এর কোম্পানী মূলত জনপ্রিয় তাদের 'গেম অফ থ্রোনসঃ উইন্টার ইজ কামিং' গেমের জন্য। মৃত্যুর আগ দিয়ে লিন কি নেটফ্লিক্সের বড় পরিসরের একটি প্রজেক্টের সাথে জড়িত ছিলেন ।
উল্লেখ্য, ২০১৫ সালে, লিনের ইয়ুযু গ্রুপ চায়নিজ বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক সিরিজ 'দ্য থ্রি বডি প্রবলেম' এর স্বত্ব কিনে নেয়।
নেটফ্লিক্স সেপ্টেম্বরে ঘোষণা দেয়, এটি আন্তর্জাতিকভাবে সর্বাধিক বিক্রয়কৃত বইগুলোকে সিরিজে রূপান্তর করবে। জানা যায়, এতে সহায়তা করবেন গেম অব থ্রোনস নির্মাতা ডেভিড বেনিওফ এবং ডি.বি. ওয়েইজ। টিভি লেখক আলেক্সান্ডার-ভু এটি নির্মাণ এবং প্রযোজনার সাথে জড়িত ছিলেন। এই প্রজেক্টেরই নির্বাহী নির্মাতার ভূমিকায় ছিলেন লিন।
লিন গত সপ্তাহেই অসুস্থ হয়ে পড়েন এবং ১৬ ডিসেম্বরের দিন হাসপাতালে ভর্তি হন। তিনি হাঁটতে পারছিলেন না এবং তাঁর ভেতর 'তীব্র অসুস্থতার' লক্ষণ দেখা যায়। তৎক্ষণাৎ তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
২৪শে ডিসেম্বর, বৃহস্পতিবারের মাঝে সাংহাই পুলিশ লিনকে বিষ প্রয়োগ করার অভিযোগে একজনকে আটক করে বলে জানায়। রিপোর্টে পুলিশ গ্রেফতারকৃতের সম্পূর্ণ নাম প্রকাশ না করলেও গণমাধ্যমের ধারণা আটককৃত আর কেউ নন, স্বয়ং লিনের সহকর্মী, শু ইয়াও।
পরের দিন অর্থাৎ ২৫শে ডিসেম্বর, লিন মৃত্যুর কোলে ঢলে পড়েন।
শু, ইয়ুযুর সিনেমা এবং টেলিভিশন বিভাগের উচ্চপদস্থ নির্বাহী। সংগঠনের মধ্যকার তীব্র প্রতিযোগিতা এবং অন্তর্কোন্দল লিনকে হত্যার পেছনে একটি উদ্দেশ্য হয়ে থাকতে পারে, বলে ধারণা করা হচ্ছে। রিপোর্ট বলছে, লিনকে এক কাপ দূষিত পিউয়্যের চা এর মাধ্যমে বিষ প্রদান করা হয়ে থাকতে পারে।
২০১৫ তে ইয়ুযু যখন দ্য থ্রি বডি প্রবলেম সিরিজের স্বত্ব কেনে, তখনই এর প্রযোজনা টিমের সদস্যরা নিজেদের মাঝে বিবাদে জড়িয়ে যায়। দ্য হলিউড রিপোর্টার এর সূত্রমতে, সেসময় যেমন সেটে বিভিন্ন সমস্যা উদ্ভুত হয় তেমনি উচ্চ পর্যায়েও কোম্পানীর ভেতর নানা রদবদলের মধ্য দিয়ে যেতে হয়। এরপরেই কোম্পানীটি এটি থেকে সিনেমা নির্মানের স্বত্ব নেটফ্লিক্সের কাছে এবং ভিডিও গেম প্রডাকশনের অধিকার আরেকটি চীনা কোম্পানির হাতে ছেড়ে দেয়।
- সূত্র: এনপিআর