মেয়ের কনজারভেটররের পদ থেকে বরখাস্ত হলেন ব্রিটনি স্পিয়ার্সের বাবা
ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ব্রিটনি স্পিয়ার্সের বাবাকে মেয়ের বিষয়সম্পত্তির কনজারভেটর বা রক্ষকের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
২০০৮ সালে ব্রিটনির মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনায় বাবা জেমি স্পিয়ার্স মেয়ের অভিভাবক হিসেবে নিযুক্ত হন। কিন্তু এরপর থেকেই তার বিরুদ্ধে সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠতে থাকে।
ফলে, বাবার বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথ বেছে নেন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স।
বুধবার, বিচারক স্পিয়ার্সের মনোনীত একজন ব্যক্তিকেই তার কনজারভেটর হিসেবে নিযুক্ত করেছেন।
তবে জেমি স্পিয়ার্স, তার উপরে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং অন্য কনজারভেটরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ারও আবেদন করেছিলেন।
ডিমেনশিয়া বা অন্যান্য মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের মতো যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে অক্ষম, তাদের জন্য আদালতের মাধ্যমে একজন কনজারভেটর নিয়োগ দেওয়া হয়।
গায়িকা স্পিয়ার্সের এ ধরনের মানসিক সমস্যা বিবেচনায় তার সকল সম্পত্তি এবং আর্থিক বিষয়াবলির সঙ্গে একজন ব্যক্তিগত কনজারভেটরেরও প্রয়োজন দেখা দেয়। আর সেই প্রয়োজনের জায়গা থেকেই ২০০৮ সালে এক আইনি চুক্তির মাধ্যমে, তিনি তার সম্পদের আর্থিক নিয়ন্ত্রণ হারান; তার বাবাই তখন থেকে তার ব্যক্তিগত জীবন এবং বিষয়সম্পত্তির দেখাশোনা করে আসছিলেন।
তবে ২০১৯ সালে জেমি স্পিয়ার্স স্বাস্থ্যগত কারণে মেয়ের ব্যক্তিগত কনজারভেটরের পদ থেকে সরে দাঁড়ান। সেই পদে সাময়িকভাবে নিয়োগ পান কেয়ার প্রফেশনাল জোডি মন্টগোমেরি।
লস এঞ্জেলেসের একটি আদালতের শুনানিতে, বিচারক ব্রেন্ডা পেনি আনুষ্ঠানিকভাবে তার বাবাকে কনজারভেটরের পদ থেকে অপসারণ করেন।
এছাড়া, গায়িকার কনজারভেটরশিপ পুরোপুরি বন্ধ করতে হবে কিনা তা নির্ধারণ জন্য আগামী ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে আরেকটি শুনানির আবেদন করেছেন তার আইনজীবীরা।
মানসিক স্বাস্থ্যের সঙ্গে ব্রিটনি স্পিয়ার্সের সংগ্রাম এবং বাবার সঙ্গে আইনি লড়াই, সাধারণ মানুষকে ব্যাপকভাবে আকৃষ্ট করেছে; শুধু গত সপ্তাহেই তার জীবনের উপর তিনটি তথ্যচিত্র মুক্তি পেয়েছে।
বুধবার শুনানির আগে, তার ভক্তদের আদালতের বাইরে একটি সমাবেশ করতে দেখা দেখা যায়; যেখানে তারা গায়িকার জনপ্রিয় গান "হিট মি বেবি ওয়ান মোর টাইম" গাচ্ছিলেন। লন্ডনের ট্রাফালগার স্কয়ারেও ভক্তরা বুধবার "ফ্রি ব্রিটনি" সমাবেশ করেছেন।
- সূত্র- বিবিসি