রাজা রবি ভার্মার ছবিকে প্রাণ দিলেন বলিউড নায়িকারা
রাজা রবি ভার্মা। উনিশ শতকের খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী। তার ১২টি আইকনিক পেইন্টিং নতুন করে সৃষ্টি করেছেন ফটোগ্রাফার জি ভেঙ্কট রাম। এ বছরের একটি ক্যালেন্ডারে ছাপা হয়েছে তার তোলা সেই ছবিগুলো। সেখানে পেইন্টিংয়ের নারীদের মডেল হয়েছেন অভিনেত্রী শ্রুতি হাসান, রামাইয়া কৃষ্ণান, সামান্থা আক্কিনেনি, ঐশ্বরিয়া রাজেশ, রাজনীতিবিদ খুশবু সুন্দর, নৃত্যশিল্পী শোভনা, প্রিয়দর্শীনি গোভিন্দ প্রমুখ। খবর হিন্দুস্থান টাইমসের।
ক্যালেন্ডারটিতে রাজা রবি ভার্মার দুটি পেইন্টিংয়ের মডেল হয়েছেন ৩৪ বছর বয়সী শ্রুতি হাসান। একটি নদীর পাশে বসে থাকা এক নারী, অন্যটি বিখ্যাত 'রানি অব কুরুপম' পেইন্টিংয়ের রানি। একটিতে তিনি পরেছেন বেগুনি শাড়ি, অন্য ছবিতে তার শাড়িটি অলঙ্কারখচিত। শ্রুতি জানান, 'এ এক দুর্দান্ত অভিজ্ঞতা। এমন কাজের সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি।'
বুকের ওপর থেকে খসে পড়তে থাকা শাড়ির আঁচল এক হাতে সামলিয়ে, অন্য হাতে ফল ধরে দাঁড়ানো এক রূপসী নারীর বিখ্যাত যে ছবিটি এঁকেছিলেন রবি ভার্মা, ভেঙ্কটের ক্যামেরার সামনে সেটির মডেল হয়েছেন সামান্থা। অন্যদিকে, রামাইয়া মডেল হয়েছেন 'দামায়ান্তি' পেন্টিংয়ের। ছবিতে অরিজিনাল পেইন্টিংটির মতোই লাল শাড়ি গায়ে তিনি দাঁড়িয়ে আছেন রাজহাঁসের চোখে চোখ রেখে। মনের মানুষটির জন্য অফুরন্ত ভালোবাসা ফুটে আছে তার অভিব্যক্তিতে।
হাতে একগুচ্ছ গোলাপ, মুখে হাসি, গায়ে লাল শাড়ি- অপরূপ বেশে চেয়ারে বসে থাকা যে নারীর অপূর্ব সুন্দর ছবিটি এঁকেছিলেন রবি ভার্মা, ফটোগ্রাফিতে সেটির মডেল হয়েছেন ঐশ্বরিয়া রাজেশ। তামিল সিনেমার এই শীর্ষ নায়িকা জানান, 'দারুণ এক অভিজ্ঞতা হলো। এমন চমৎকার প্রকল্পের অংশ হতে পেরে আমি ভীষণ খুশি।'
ক্যালেন্ডারটি আলোর মুখ দেখেছে গত সোমবার। এর প্রকাশনা উৎসবে ছিল কবিতা ও গানের আসর। নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করা সংস্থা 'নাম চ্যারিটেবল ট্রাস্ট'-এর প্রকল্প এটি। ফটোগ্রাফার ভেঙ্কট রাম জানান, 'কিংবদন্তি চিত্রশিল্পীদের আঁকা পেইন্টিংয়ের আলোর খেলা আমাকে সব সময়ই মুগ্ধ করে। রাজা রবি ভার্মার এই পেইন্টিংগুলোর অপার্থিব লাইটিং আমি আনন্দ নিয়েই নতুন করে সৃষ্টি করেছি। অরিজিনাল পেইন্টিংয়ের যতটা সম্ভব কাছাকাছি রূপ ফটোগ্রাফিতে ফুটিয়ে তুলতে গিয়ে বেশ খাটতে হয়েছে আমাদের।'