লেননই প্রথম চেয়েছিল বিটলস ভেঙে যাক: পল ম্যাকার্টনি
আজ থেকে প্রায় অর্ধ-শতাব্দী আগে ভেঙে যায় ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড বিটলস। পল ম্যাকার্টনি, জন লেনন, জর্জ হ্যারিসন ও রিংগো স্টারের ঘর ভাঙাকে দেখা হয়ে থাকে রক ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি হিসেবে।
প্রথমদিকে মিডিয়া এবং ব্যান্ড-সংশ্লিষ্টরা এই ব্রেক-আপের দায় চাপিয়েছিল ম্যাকার্টনির উপর। এবং এসব দায় নিজেও একরকম মেনেই নিয়েছিলেন এই লিড গায়ক।
তবে এবার ইতিহাসের সবচেয়ে বেশি বিশ্লেষিত ব্রেক-আপে নতুন অন্তর্দৃষ্টি যোগ করলেন ম্যাকার্টনি। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এই খ্যাতনামা গায়ক বলেন, 'ভাঙার ধারণাটা আমার কাছ থেকে আসেনি। সেটা আমাদের জনির (জন লেনন) কাছ থেকে এসেছিল।'
এ মাসের শেষদিকে প্রকাশ হতে যাওয়া স্বতঃস্ফূর্ত এই সাক্ষাৎকারে বিটলসের ব্রেক-আপকে নিজের 'জীবনের সবচেয়ে কঠিন সময়' হিসেবে আখ্যা দিয়েছেন ম্যাকার্টনি।
সামনে ৮০-তে পা রাখতে যাওয়া এই ইংলিশ গায়ক বলেন, তিনি চেয়েছিলেন ব্যান্ডটি না ভাঙুক। শেষদিকেও 'অ্যাবি রোড', 'লেট ইট বি'র মতো গান তৈরি করছিল বিটলস, যেগুলোকে 'বেশ ভালো কাজ' হিসেবে আখ্যা দেন তিনি।
'বিটলস ছিল আমার ব্যান্ড, আমার চাকরি, আমার জীবন। অবশ্যই আমি চেয়েছি আমরা একসঙ্গে চালিয়ে যাই,' যোগ করেন ম্যাকার্টনি।
লেনন চলে না গেলে বিটলসের যাত্রা আরও দীর্ঘ হতে পারতো বলেও মনে করছেন ম্যাকার্টনি, 'হ্যাঁ, হতে পারতো। সে সময় ইয়োকোর সঙ্গে নতুন জীবন শুরু করছে জন, ওটাই হয়তো মূল কারণ ছিল। জন আসলে সবসময়ই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাইতো। তাকে বড় করেছে তার খালা, যিনি বেশ কঠোর ছিলেন। যে কারণে সবসময়ই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটি প্রবণতা ছিল তার মাঝে।'
১৯৭০ সালে ম্যাকার্টনিই প্রথম সাংবাদিকদের সামনে এসে জানিয়েছিলেন, বিটলসের অস্তিত্ব নেই আর। সে থেকে এই ভাঙনের দায়ভার এককভাবে তার উপরই ফেলেছিল সংবাদকর্মীরা। এবং ব্যান্ডের সদস্যদের মধ্যে ঝুট-ঝামেলা মীমাংসার জন্য ম্যাকার্টনিই প্রথম আইনজীবীর আশ্রয় নিয়েছিলেন। যেজন্য এই ঐতিহাসিক ব্রেক-আপের প্রধান খলনায়ক হিসেবে তাকেই দেখে এসেছে মানুষ।
ম্যাকার্টনি জানান, এসব দায়ের বোঝা নিয়ে আজীবনই কষ্ট পেতে হয়েছে তাকে।
'আমার এই দায়ভারগুলো নিয়েই বাঁচতে হয়েছে, কারণ মানুষ দেখেছে শুধু এগুলোই। আমি শুধু একটা কাজই করতে পেরেছি, মুখে বলতে পেরেছি, না।"
বিবিসি ফোরকে দেওয়া ম্যাকার্টনির এই সাক্ষাৎকার প্রকাশিত হবে এ মাসের শেষে। এছাড়া বিটলসের শেষদিকের সময়কালকে নিয়ে নির্মিত পিটার জ্যাকসনের ডকুমেন্টারি সিরিজ 'দ্য বিটলস: গেট ব্যাক' মুক্তি পেতে যাচ্ছে আগামী মাসে।
- সূত্র: দ্য গার্ডিয়ান।