শুটিং সেটে হঠাৎ অসুস্থ মিঠুন
অসুস্থ অভিনেতা মিঠুন চক্রবর্তী। শুটিং সেটে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান এই অভিনেতা। জানা গিয়েছে তার পাকস্থলীতে ইনফেকশন হয়েছে। পরিস্থিতি এতটাই সিরিয়াস যে, পরিচালক বিবেক অগ্নিহোত্রী 'কাশ্মীর ফাইলস'-এর শুটিং আপাতত বন্ধ করে দিয়েছেন।
পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সিনেমা 'দ্য কাশ্মীর ফাইলসে'র শুটিংয়ে মুসৌরীতে ছিল গোটা টিম। সেই সময়ই অসুস্থতাবোধ করছিলেন মিঠুন। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় শুটিং বন্ধ করতে বাধ্য হন সকলেই।
পরিচালক বিবেক অগ্নিহোত্রী জানিয়েছেন, "আমরা একটা বিরাট অ্যাকশন সিকুয়েন্সের শুট কলছিলাম। সবটাই ছিল মিঠুনদা নির্ভর, কিন্তু আচমকা ওনার শরীর খারাপ হয়ে যায় ইনফেকশনের জেরে এবং পরিস্থিতি খুবই বাজে। কোনো সাধারণ মানুষ ওই পরিস্থিতিতে দাঁড়াতেই পারবে না, কিন্তু উনি তাও কিছু সময়ের জন্য বাইরে এসে দ্রুত শুটিং শেষ করেন ওই দৃশ্যের। আমি তো ভাবতেই পারি না কেউ ওই পরিস্থিতিতে শট দিচ্ছে! কিন্তু উনি সেটা করে দেখালেন, এই জন্যই উনি সুপারস্টার। আমাকে উনি বারবার প্রশ্ন করছিলেন, 'আমার জন্য তোমার শুটিং থেমে যাচ্ছে না তো?' আজকালকার জেনারেশনের মধ্যে কাজের প্রতি এই নিষ্ঠা দেখা যায় না।"
'তাসখন্দ ফাইসলে'র পর এবার কাশ্মীর ফাইলস নিয়ে হাজির হচ্ছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। কাশ্মীরি হিন্দুদের সমস্যা তুলে ধরবে এই ছবি। মিঠুন ছাড়াও এই ছবিতে রয়েছেন অনুপম খের। আগামী বছর মুক্তি পাওয়ার কথা এই ছবির।
অন্যদিকে শীঘ্রই বাংলা টেলিভিশনের পর্দাতে ফিরছেন মিঠুন। স্টার জলসার আসন্ন ডান্স রিয়ালিটি শো 'ডান্স ডান্স জুনিয়ার'-এর মঞ্চে মহাগুরুর আসনে থাকবেন তিনি। শোয়ের বিচারক হিসাবে থাকছেন দেব ও মনামী।