সঞ্জয়ের ক্যানসার জয়
২০২০ সালে একের পর এক খারাপ খবরে জর্জরিত বলিউড। করোনা আবহে একের পর দুঃসংবাদের মাঝেই এলো একটা বিরাট সুখবর। ক্যানসার যুদ্ধে জয়ী হওয়ার কথা টুইট করে জানালেন সঞ্জয় দত্ত।
এর মাঝেই আগস্ট মাসের মাঝামাঝি সময়ে এসেছিল সঞ্জয় দত্তের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর। তারপর থেকেই কাজ থেকে ছুটি নিয়ে চিকিৎসা চলছিল তার। জানা গিয়েছিল, স্টেজ ফোর ক্যানসারে ভুগছেন বলিউড সুপারস্টার।
দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, চিকিৎসায় সাড়া দিচ্ছেন সঞ্জয় দত্ত। আর বুধবার যমজ সন্তান ইকরা ও শাহরানের ১০ বছরের জন্মদিনে টুইট করে এই বলিউড তারকা জানালেন, তিনি 'যুদ্ধে জয়ী' হয়েছেন।
টুইট বার্তায় অনুরাগী ও শুভাঙ্ক্ষীদের এই কঠিন সময়ে পাশে থাকা এবং লাগাতার প্রার্থনার জন্য ধন্যবাদ জানান সঞ্জয়।
তিনি লিখেন, 'শেষ কয়েকটা সপ্তাহ আমার এবং গোটা পরিবারের জন্য খুব কঠিন সময় ছিল। তবে কথায় আছে, আরও কঠিন সৈনিকে পরিণত করতেই ভগবান আমাদের যুদ্ধে নামান। আজ আমার সন্তানদের জন্মদিনে আমি খুব আনন্দিত, এই যুদ্ধে জয়লাভ করতে পেরেছি এবং ওদের সেরা উপহার দিতে পেরেছি।'
পরিবার, বন্ধু ও অনুরাগীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি সঞ্জয় লেখেন- 'বিশেষভাবে ধন্যবাদ দিতে চাইব কোকিলাবেন হাসপাতালের ডা. সেওয়ান্তি এবং তার চিকিৎসক, নার্স ও গোটা মেডিকাল টিমকে- যারা গত কয়েক সপ্তাহ ধরে আমার ভীষণ খেয়াল রেখেছেন। আমি সত্যি কৃতজ্ঞ এবং ধন্য।'
সম্প্রতি দুবাইয়ে ঘুরতে গিয়েছিলেন সঞ্জয় দত্ত ও তার স্ত্রী মান্যতা। তখনই তার শারীরিক পরিস্থিতি নিয়ে আবারও জল্পনা শুরু হয়। কিন্তু মান্যতা বিবৃতিতে জানান, কোকিলাবেন হাসপাতালেই সঞ্জয়ের চিকিৎসা হচ্ছে। একান্তে সময় কাটাতেই দুবাই গিয়েছেন তারা।
কোভিড পরিস্থিতির ওপর নির্ভর করে চিকিৎসার বাকি পরিকল্পনা করা হবে বলে জানিয়েছিলেন সঞ্জয়পত্নী। এর মাঝেই নিজেই যুদ্ধ জয়ের কথা জানালেন সঞ্জয়।
প্রসঙ্গত, সঞ্জয়ের শেষ ছবি ছিল 'সড়ক-২'। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এই ছবি একেবারেই ব্যর্থ হয়। আপাতত 'কেজিএফ: চ্যাপ্টার টু' ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। আগামী মাসেই শুরু হবে শুটিং।
- নোট: শিরোনাম, ভাষা ও বাক্যবিন্যাস কিঞ্চিৎ পরিবর্তিত