সুনীল শেঠির আবাসনে করোনার হানা, পুরো বিল্ডিং সিলগালা
ভারতের বৃহন্মুম্বই পৌরসভার (বিএমসি) পক্ষে সিল করে দেওয়া হলো দক্ষিণ মুম্বাইয়ের 'পৃথ্বীরাজ অ্যাপার্টমেন্ট'। এই আবাসনেরই বাসিন্দা বলিউড অভিনেতা সুনীল শেঠি।
বিএমসির নিয়ম বলছে, একটি বিল্ডিংয়ে যদি ৫ জনের বেশি মানুষ করোনা পজিটিভ হয়, তবে সেই বিল্ডিং সিল করে দেওয়া হবে। সেই সংখ্যা ছাড়ানোর জেরেই সুনীল শেঠির অ্যাপার্টমেন্ট সিল করা হয়েছে। দক্ষিণ মুম্বাইয়ের অ্যালটামাউন্ট রোডে অবস্থিত এই আবাসন।
এ ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি 'ধড়কন' অভিনেতার। তবে বিএমসির অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রশান্ত গায়কোয়াড় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, 'অভিনেতা সুনীল শেঠির পুরো পরিবার সুরক্ষিত রয়েছে।'
বিএমসির তরফে আগেই জানানো হয়েছিল, কোনো আবাসনে যদি করোনা পজিটিভের সংখ্যা পাঁচ বা তার বেশি হয়, তবে সেটিকে পৌরসভার তরফে 'মাইক্রো কনটেনমেন্ট জোন' হিসাবে চিহ্নিত করা হবে। সেই নিয়ম মেনেই সিল হবে গোটা বিল্ডিং।
ফিটনেস ফ্রিক হিসাবেই পরিচিত সুনীল। সোমবারও সোশ্যাল মিডিয়ার দেওয়ালে বাড়ির চার দেওয়ালের ভেতরেরই একটি ছবি পোস্ট করেন অভিনেতা। সেখানে সাদা টি-শার্ট আর সবুজ রঙা কার্গো প্যান্টে দেখা মেলে তার।
অভিনেতার বাড়িতে যে সবুজ গাছপালার কমতি নেই, তা স্পষ্ট ছবিতেই। তিনি এই ফটোর ক্যাপশনে লেখেন, 'আমি ও সুবজের জন্য আমার ঘোর।'
বাবার পদচিহ্ন মেনে আগেই বলিউডে পা রেখেছেন সুনীল-কন্যা আথিয়া। শিগগিরই রুপালি সফর শুরু করতে চলেছেন সুনীল শেঠি পুত্র আহান।
দু'দিন আগেই ইনস্টায় ছেলে আহান ও আথিয়ার চর্চিত প্রেমিক ক্রিকেটার কেএল রাহুলের একটি শরীরচর্চার ভিডিও শেয়ার করেছিলেন 'আন্না' সুনীল শেঠি। জামাই হিসাবে যে কেএল রাহুলকে দারুণ পছন্দ অভিনেতার, তা স্পষ্ট ওই ভিডিও থেকেই।