২৩৩ কোটি টাকার আর্থিক জালিয়াতি মামলায় ফেঁসে গেলেন জ্যাকুলিন!
সোমবার (৩০ আগস্ট) ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দপ্তরে প্রায় ৫ ঘণ্টার ম্যারাথন জেরা চলে বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজকে নিয়ে। আর্থিক জালিয়াতির মামলায় ফেঁসেছেন এই শ্রীলঙ্কান সুন্দরী। খোয়া গেছে প্রায় ২০০ কোটি রুপি [বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩৩ কোটি টাকা]।
এদিন রেকর্ড করা হয় জ্যাকুলিনের স্টেটমেন্ট। জানা যায়, অভিনেত্রীর কাছ থেকে এই টাকা নিয়েছেন সুকেশ চন্দ্রশেখর নামে এক প্রতারক। আরও জানা যায়, সাক্ষী হিসেবে যার জেরা চলছিল, সে নিজেই প্রতারণার শিকার!
খবরে প্রকাশ, সুকেশ চন্দ্রশেখর ও তার প্রেমিকা লীনা পালের কথায় ফেঁসে গিয়ে এই বিপুল অংকের টাকা খুইয়েছেন জ্যাকুলিন। তার সঙ্গে কথা বলে ইডি'র হাতে এসেছে বহু জরুরি তথ্য। জেলে বসেই এই কাজ চালিয়ে যাচ্ছিলেন সুকেশ। আপাতত রোহিনী জেলে আছেন তিনি।
ইডি সূত্রে খবর, বিগত বেশ কয়েক বছর ধরে প্রতারণা চালিয়ে যাচ্ছেন সুকেশ। তার নামে বহুবার এফআইআর দায়ের করা হয়েছে। গত ২৪ অগস্ট চেন্নাইয়ে তার একটি ফ্ল্যাট, নগদ ৮২.৫ লক্ষ রুপি এবং ১২টিরও বেশি গাড়ি বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা।
সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলা করেন দিল্লির এক ব্যবসায়ী। তার অভিযোগ, এক বছরে তার ২০০ কোটি রুপি তুলে নিয়েছেন সুকেশ। সেই সূত্র ধরেই জ্যাকুলিনের সাক্ষ্য নিতে তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি।
কাকতালীয়ভাবে জ্যাকুলিনের প্রেমিকও এক ব্যবসায়ী। দক্ষিণ ভারতের বাসিন্দা তিনি। কিছুদিন আগেই একটি বিলাসবহুল বাংলো কিনেছিলেন অভিনেত্রী, সেই সূত্রেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।