৮ বছর পর বব ডিলানের অ্যালবাম
সাহিত্যে নোবেলজয়ী গীতিকবি ও গায়ক বব ডিলানের নতুন অ্যালবাম 'রাফ অ্যান্ড রাউডি ওয়েস' প্রকাশ পেয়েছে আজ শুক্রবার। আট বছর পর এই কিংবদন্তি শিল্পীর 'মৌলিক' বা নতুন গানের অ্যালবাম প্রকাশ পেল।
বব ডিলানের অফিসিয়াল ওয়েবসাইট ও টুইটারে এ তথ্য জানানো হয়।
আমেরিকান এই শিল্পী, লেখক ও ভিজুয়াল আর্টিস্ট তার গানে গণমানুষের অধিকার ও জীবনদর্শনের বার্তা ৫০ বছরেরও বেশিকাল ধরে দিয়ে আসছেন। ১৯৬০-এর দশকে তার 'ব্লোয়িং ইন দ্য উইন্ড' ও 'দ্য টাইমস দে আর অ্যা-চেঞ্জিং' মানবাধিকার ও যুদ্ধবিরোধী আন্দোলনের অ্যানথেমে পরিণত হয়েছিল। বাংলা-সহ বহু ভাষায় তার গান অনুবাদ হয়েছে। গেয়েছেন পৃথিবীর নানা প্রান্তের নানা শিল্পী। এভাবে তার অনেক গান হয়ে উঠেছে সার্বজনীন।
এ পর্যন্ত ৩৯টি স্টুডিও অ্যালবাম প্রকাশ পেয়েছে ৭৯ বছর বয়সী ডিলানের। 'রাফ অ্যান্ড রাউডি ওয়েস'-এর আগে তার সর্বশেষ মৌলিক অ্যালবাম 'টেমপেস্ট' বাজারে আসে ২০১২ সালে।
কলম্বিয়া রেকর্ডস থেকে প্রকাশিত 'রাফ অ্যান্ড রাউডি ওয়েস' অ্যালবামে গান রয়েছে দশটি: 'আই কনটেইন মাল্টিচ্যুডস', 'ফলস প্রফেট', 'মাই ওন ভার্সন অব ইউ', 'আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড টু গিভ মাইসেলফ টু ইউ', 'ব্ল্যাক রাইডার', 'গুডবাই জিমি রিড', 'মাদার অব মাউসেস', 'ক্রসিং দ্য রুবিকন', 'কী ওয়েস্ট (ফিলোসফার পাইরেটস)' ও 'মার্ডার মোস্ট ফাউল'।