‘একদিনও তোমায় ভুলে থাকতে পারি না,’ মায়ের মৃত্যুবার্ষিকীতে সঞ্জয়
আজ (৩ মে ) বলিউডের প্রখ্যাত অভিনেত্রী নারগিসের ৪০তম মৃত্যুবার্ষিকী।
মাত্র ৫ বছর বয়সে চলচ্চিত্রে অভিষেক ঘটেছিল ১৯২৯ সালের ১ জুন কলকাতায় জন্ম নেওয়া ওই তারকার। পরবর্তীকালে তিনি বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের দ্যুতি দেখান। এরমধ্যে রয়েছে, 'তামান্না', 'মাদার অব ইন্ডিয়া', 'রাত অর দিন', 'নার্গিস', 'বারসাত' প্রভৃতি।
ক্যানসারে আক্রান্ত হয়ে ১৯৮১ সালের ৩ মে মাত্র ৫১ বছর বয়সে মারা যান তিনি।
তার মৃত্যুদিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট করেছেন তার ছেলে এবং বলিউড তারকা সঞ্জয় দত্ত।
মায়ের সঙ্গে ছোটবেলার একটি ছবিও পোস্ট করেছেন বলিউডের 'খলনায়ক'খ্যাত এই নায়ক। ক্যাপশনে লিখেছেন, 'এমন কোনোদিন নেই, যেদিন তোমাকে মিস করিনি, মা।'
বলে রাখা ভালো, সঞ্জয়ের বাবা ও নারগিসের স্বামী সুনীল দত্তও ছিলেন বলিউডের তারকা অভিনেতা।
এদিকে, সহসাই নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন ক্যানসার থেকে সেরে ওঠা সঞ্জয়। নাম চূড়ান্ত না হওয়া ওই চলচ্চিত্রে আরও অভিনয় করবেন অজয় দেবগণ, সোনাক্ষী সিনহা ও নোরা ফাতেহি।
এছাড়া বলিউড তারকা রাবিনা ট্যান্ডন ও দক্ষিণী তারকা ইয়াশের সঙ্গে 'কেজিএফ: চ্যাপ্টার ২' চলচ্চিত্রেও দেখা যাবে তাকে। ছবিটি ১৬ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।
-
সূত্র: টাইমস অব ইন্ডিয়া