‘বিশ্বের বড় বড় মাস্টারদের সামনে পরীক্ষা দিতে হবে’
আগামী ৬ জুলাই থেকে শুরু হচ্ছে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের এবারের আসর। উৎসবের অফিসিয়াল সিলেকশন বাংলাদেশের নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের 'রেহানা মরিয়ম নূর' জায়গা করেছে 'আন সারটেইন রিগার্ড' ক্যাটাগরিতে।
এরইমধ্যে এই উৎসবে অংশ নিতে প্যারিসে পৌঁছেছে 'রেহানা মরিয়ম নূর'-এর সাতজনের একটি টিম। এরমধ্যে পরিচালক সাদ ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনও রয়েছেন। আরও আছেন এক্সিকিউটিভ প্রডিউসার এহসানুল হক বাবু, সিনেমাটোগ্রাফার তুহিন তামিজুল, প্রোডাকশন ডিজাইনার আলি আফজাল উজ্জল, সাউন্ড ডিজাইনার ও মিক্সার শায়বা তালুকদার এবং কালারিস্ট চিন্ময় রয়।
গত রাতে (শনিবার দিবাগত) প্যারিস থেকে অভিনেত্রী আজমেরী হক বাঁধন নিজের অনুভূতি জানিয়ে বলেন, 'আমাদের আসার প্রসেসটা খুবই স্ট্রেসফুল ছি। শেষমেষ আসতে পেরেছি, এটাই আনন্দ আমাদের জন্য। আসলে আমাদের ছবিটার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। আমি ওই সময় থাকতে পারব না, এমনটা হলে খুব কষ্টের হতো আমার জন্য।'
বাঁধন আরও যোগ করেন, 'আমার ফিল্ম দেখে মানুষ কি বলবে সেটা আমার জন্য অনেক বেশি ইম্পোর্ট্যান্ট। অবশ্য এটা নিয়ে আমি একটু নার্ভাস। এত বড় বড় মাস্টারদের সামনে নিজের পরীক্ষা দেওয়াটা খুব স্ট্রেসফুল।'
জানা যায়, এই দলের প্যারিস ভিসার শর্ত ছিল ১০ দিনের কোয়ারেন্টিন থাকতে হবে। সে হিসেবে শুক্রবার (২৫ জুন) রাতে প্যারিসে নেমেই একটি বাড়ি ভাড়া করেছেন। সেখানেই উঠেছেন তারা সাতজন। আপাতত বাড়ির বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই। ১০ দিন পরে তারা যোগ দেবেন ফেস্টিভ্যালে।
'রেহানা মরিয়ম নূর' কান উৎসবে প্রদর্শনের কথা রয়েছে ৭ ও ৮ জুলাই। তবে সেটি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি উৎসব কর্তৃপক্ষ। উৎসব চলবে ১৭ জুলাই পর্যন্ত।