গানের আসরে খুঁজে পেলেন পুরনো বন্ধুকে
জীবনের মধ্যগগনে ভারতের পশ্চিমবঙ্গে যখন জরুরি অবস্থা জারি হয়, তখন গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে কবীর সুমন চলে যান জামার্নিতে। সেখানে গিয়ে জার্মান বেতারের বাংলা বিভাগে চাকরি নেন। শুরু করেন সাংবাদিকতা।
যেখানে গেছেন সেখানেই বন্ধুবৎসল সুমন অসংখ্য বন্ধু তৈরী করেছেন। জার্মান বেতারেও তার ব্যতিক্রম হয়নি। বিদেশী বন্ধুদের পাশাপাশি বাংলাদেশের অনেক বন্ধু ছিল তার। তাদেরই একজন শাহজাহান ফারুক। সেই বন্ধুর দেখা পেলেন এবার ঢাকায় এসে।
পিপহোল নামের একটি সংস্থা কবীর সুমনকে নিয়ে তিন দিনের একটি সংগীত আসরের আয়োজন করেছে। যার প্রথমটি অনুষ্ঠিত হয় গতকাল ১৫ অক্টোবর। রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশন মিলনায়তনে এদিন শ্রোতাদের উপচেপড়া ভিড় ছিল। নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর অনুষ্ঠানটি শুরু হয়। অন্যান্য গানের সঙ্গে কবীর সুমন 'হাল ছেড়ো না বন্ধু' কিংবা 'বন্ধু কি খবর বল' গান দুটিও গেয়ে শোনান। প্রতিটি গানের আগে ও পরে তিনি শ্রোতাদের সঙ্গে আলাপ করতে পছন্দ করেন। এভাবেই 'কাঙালপনা' গানটি গাওয়ার সময় কবীর সুমন স্মৃতিচারণ করে পুরনো বন্ধুদের সম্পর্কে বলতে থাকেন।
এমন সময় সাংবাদিক শাহজাহান ফারুকের নাম উচ্চারণ করেন। যিনি ঢাকাতেই বসবাস করছেন। সবাইকে অবাক করে দর্শক সারির মাঝখান থেকে উঠে দাঁড়ান শাহজাহান ফারুক। সে সময় সুমন গান বন্ধ করে উঠে দাঁড়ানোর চেষ্টা করেন এবং বলেন, 'আমাকে বন্ধুর কাছে নিয়ে চলো।'
এদিকে তিনি উঠে দাঁড়ানোর মধ্যেই শাহজাহান ফারুক মঞ্চে চলে যান। সেই মুহূর্তটি ছিল একেবারেই অন্যরকম। উপস্থিত শ্রোতারাও আবেগাপ্লুত হয়ে পড়েন। শিল্পী তার বন্ধুকে আলিঙ্গন করেন। হাত ধরে থাকেন। বিষয়টি যে পরিকল্পিত নয়, এটাও সুমন দিব্যি কেটে বলেন। তারপর আবারও গানে মনোযোগী হন। এর অল্প সময় পরেই কালকের গানের আসরের সমাপ্তি হয়।