আমি ভাড়াটে কর্মী নই, তাই সুপারহিরো সিনেমা বানাবো না: কুয়েন্টিন টারান্টিনো
হলিউডের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা কুয়েন্টিন টারান্টিনো জানিয়েছেন, সুপারহিরো সিনেমা নির্মাণের কোনো আগ্রহ তার নেই, কারণ তিনি কোনো 'ভাড়াটে কর্মী' নন।
লস অ্যাঞ্জেলেস টাইমসের কলামিস্ট গ্লেন হুইপকে টারান্টিনোর দেওয়া একটি সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার। ওই সাক্ষাৎকারে টারান্টিনো বলেছেন, "চলচ্চিত্র নির্মাতারা এমন এক দিনের অপেক্ষা করছেন যখন সুপারহিরো সিনেমার তুমুল জনপ্রিয়তা আর থাকবে না।"
'পাল্প ফিকশন' পরিচালক স্পষ্টভাবেই জানিয়েছেন, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স কিংবা ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের সাথে কাজ করার কোনো ইচ্ছা তার নেই।
এ ব্যাপারে টারান্টিনোর ভাষ্য, "এ ধরনের সিনেমা নির্মাণের জন্য আপনাকে ভাড়াটে কর্মী হতে হবে। আমি কোনো চাকরি খুঁজছি না, আমিতো ভাড়াটে কর্মী নই।"
ডিসির ব্যাটম্যান হোক কিংবা মার্ভেলের স্পাইডারম্যান, বর্তমান যুগে বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করে চলেছে সুপারহিরো সিনেমাগুলোই। কিন্তু টারান্টিনো এই স্রোতে গা ভাসিয়ে দিতে রাজি নন। এর আগেও তিনি এসব ব্লকবাস্টার হিট চলচ্চিত্রের বিপক্ষে মতামত দিয়েছেন।
২০২০ সালে ডেডলাইন'কে টারান্টিনো বলেছিলেন যে তিনি 'চলচ্চিত্রের জন্য এক ধরনের যুদ্ধ করছেন'! আর সে যুদ্ধটা হলো মার্ভেল, স্টার ওয়ারস এবং জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির মতো চলচ্চিত্রের বিরুদ্ধে।
টারান্টিনো লস অ্যাঞ্জেলেস টাইমসকে জানান, তিনি 'স্টার ওয়ারস: এপিসোড ফোর' দেখে মজা পেয়েছিলেন। তিনি যখন প্রথমবার থিয়েটারে গিয়ে সিনেমা দেখেন, তখন তার বয়স ছিল মাত্র ১৪ বছর। তাই এ ধরনের সিনেমা তার ভালো না লাগলেও, ওই সময় মনে হয়েছিল মিলিয়ন ডলার জিতে গেছেন!
সূত্র: ইয়াহু নিউজ