'সালমানের ভাই' শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছিলাম: আরবাজ খান
লোকে যখন তাকে সালমান খানের ভাই বলে পরিচয় দিত বা ডাকত সেটা তার মোটেও ভালো লাগত না। ব্যাপারটা তাকে যথেষ্ট চিন্তায় ফেলে দিয়েছিল। এমনকি কেউ যদি তাকে মালাইকা আরোরা খানের স্বামী বলে পরিচিতি দিত তার একই রকমের অনুভূতি হতো। কিন্তু তারপর সময়ের সঙ্গে ধীরে ধীরে তিনি বুঝেছেন তার আসলে কাউকে কিছু প্রমাণ করার নেই।
বলিউড অভিনেতা তথা চিত্রনাট্যকার সেলিম খান এবং সালমা খানের ছেলে হলেন আরবাজ খান। তারা তিন ভাই সালমান, আরবাজ, সোহেল এবং দুই বোন অর্পিতা এবং আলভিরা।
ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা তথা প্রযোজক আরবাজ খান জানান, 'একটা সময় পর্যন্ত এই জিনিসগুলো নিয়ে ভাবতাম, আমার অস্বস্তি হতো, চিন্তা হতো। এখন যখন ফিরে তাকাই, এগুলোর আর কোনও মানে খুঁজে পাই না। যখন কেউ আমাকে সালমান খানের ভাই বলে পরিচয় দিত, বা সেলিম খানের ছেলের পরিচয় দিত তখন খারাপ লাগত। এমনকি একবার তো মালাইকা আরোরা খানের স্বামী বলেও পরিচয় দেওয়া হয়েছিল।'
আরবাজ খানের মতে, 'অন্যদের কাছে নিজেকে প্রমাণ করতে যাওয়া বোকামি। এতে এনার্জি নষ্ট ছাড়া আর কিছুই হয় না। একজন মানুষের সব সময় নিজেকে বেছে নেওয়া উচিত, নিজেকে গুরুত্ব দেওয়া উচিত, অন্যরা কী ভাবল, কী করছে সেটা নয়।'
তিনি বলেন, 'যেদিন নিজেকে নিজের যোগ্য মনে হবে, সেদিন তুমি ভালো থাকতে শিখে যাবে।'
'আমি অভিনেতা হিসেবে বেশ কয়েকটি ভালো ছবি করেছি, এর মধ্যে দাবাং অন্যতম,' জানান আরবাজ খান।
বর্তমানে তাকে 'তানাভ' ওয়েব সিরিজে দেখা যাচ্ছে। আরবাজ খানের সঙ্গে আছেন রজত কাপুর, মানব ভিজ, প্রমুখ।